ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক শুল্ক দিবস উপলক্ষে ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৯, ২৬ জানুয়ারি ২০১৬

আন্তর্জাতিক শুল্ক দিবস উপলক্ষে ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার আন্তর্জাতিক শুল্ক দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন। তিনি কেবিনেট ডিভিশনের সম্মেলন কক্ষে নিয়মিত সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর এ ডাকটিকেট অবমুক্ত করেন। প্রধানমন্ত্রী এ সময় ১০ টাকা মূল্যমানের আরেকটি উদ্বোধনী খাম ও একটি ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেন। এ উপলক্ষে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়েছে। মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে কেবিনেট সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বাংলাদেশ ডাকঘর এই স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড ছেড়েছে। খবর বাসসর। সোমবার থেকেই ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে এই স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড ক্রয় করা যাবে। পরে অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরগুলোসহ সকল ডাকঘরে এই ডাকটিকেট পাওয়া যাবে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ফাইজুর রহমান চৌধুরী এবং বাংলাদেশ ডাকঘরের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা এ সময় উপস্থিত ছিলেন।
×