ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঘুষের মামলায় সাক্ষ্য দিতে লুলাকে আদালতে তলব

প্রকাশিত: ০৩:৫৭, ৬ জানুয়ারি ২০১৬

ঘুষের মামলায় সাক্ষ্য দিতে লুলাকে আদালতে তলব

একজন লবিস্টের বিরুদ্ধে ব্যবসার স্বার্থে আইন পরিবর্তনে ঘুষ দেয়ার অভিযোগে চলা মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দিতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভাকে আদালতে তলব করা হয়েছে। ব্রাজিলের স্থানীয় গণমাধ্যমগুলো সোমবার এ খবর জানিয়েছে। খবর ওয়েবসাইটের। প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়, অভিযুক্ত কারাবন্দী লবিস্ট আলেকজান্দার পায়েস দোস সান্তোসের আইনজীবীর অনুরোধে ২৫ জানুয়ারি লুলা ও অন্য সাবেক ও বর্তমান কর্মকর্তা, যাদের মধ্যে অর্থমন্ত্রী দিয়গো দ্য অলিভেইরাও আছেন, আদালতে সাক্ষ্য দেবেন। তবে প্রকাশিত প্রতিবেদনগুলো তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। বিষয়টি নিশ্চিত করার জন্য ললুার একজন মুখপাত্রের সঙ্গে ইমেইল যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তিনি সাড়া দেননি। ডিসেম্বরে একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য লুলাকে ডেকে পাঠিয়েছিল দেশটির কেন্দ্রীয় পুলিশ। একই মামলার সঙ্গে লুলার ছেলে লুইস ক্লাউদিও জড়িত আছেন। তবে এই মামলায় লুলার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত লুলা ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। ওই সময় আইন পরিবর্তন করে নিজেদের পক্ষে নেয়ার জন্য ঘুষ দেয়ার দায়ে পায়েস দোস সান্তোস অভিযুক্ত হয়েছেন। চীনে বাসে আগুন ১৪ জনের মৃত্যু চীনের উত্তরাঞ্চলে মঙ্গলবার সকালে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগে ১৪ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩১ জন। এএফপি’র খবরে বলা হয়েছে, প্রত্যন্ত নিংজিয়া প্রদেশের রাজধানী ইনচুয়ানের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাসটি একটি মহাসড়কে ছিল। স্থানীয় সময় সকাল সাতটার দিকে হঠাৎ বাসে আগুন ধরে যায়। বাসের ভেতরে আটকা পড়ে কিছু যাত্রী।
×