ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বাকেরগঞ্জে প্রতীক পেয়ে নির্বাচনী লড়াইয়ে প্রার্থীরা

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ১৯:৩৭, ২৩ এপ্রিল ২০২৪; আপডেট: ২০:৩২, ২৩ এপ্রিল ২০২৪

বাকেরগঞ্জে প্রতীক পেয়ে নির্বাচনী লড়াইয়ে প্রার্থীরা

প্রচারণা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলাজুড়ে নির্বাচনী ঊত্তাপ। শুরু হয়েছে ভোটের দিন উপলক্ষে ক্ষণগণনা। ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ পেয়েই ভোটযুদ্ধে মাঠে নেমেছেন প্রার্থীরা। শুরু করেছেন শো-ডাউন। প্রার্থীরা তাদের কর্মী সমর্থক নিয়ে ছুটছেন দ্বারে দ্বারে। কোলাকুলি-কুশল বিনিময় করছেন। খোঁজ-খবর নিচ্ছেন। ভোটারদে কাছে ভোট চাচ্ছেন। অটো রিক্সার উপরে মাইক টানিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে গানে গানে ভোট চাইছেন প্রার্থীদের। 

এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন থাকলে ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ামত আব্দুল্লাহ পলাশ গত ২২ এপ্রিল তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। 

নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা আনারস মার্কা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাজিব তালুকদার প্রতীক পেয়েছেন কাপ পিরিচ, কামরুল ইসলাম খান পেয়েছেন মোটরসাইকেল, ফিরোজ আলম খান প্রতীক পেয়েছেন দোয়াত কলম। 

তবে নির্বাচনী মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশার আনারস মার্কা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রাজিব তালুকদার কাপ পিরিচ মার্কা।

পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ডাকুয়া তালা মার্কা , মো: শাহবাজ মিয়া বই মার্কা , আব্দুস সালাম মল্লিকের উড়োজাহাজ মার্কা। 

নির্বাচনী মাঠে ভাইস চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি ভালো অবস্থানে রয়েছে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: সাইফুর রহমান ডাকুয়া তালা মার্কা নিয়ে।

অপরদিকে সমালোচনার মুখে পড়েছেন বর্তমান এমপি আব্দুল হাফিজ মল্লিক কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ উপেক্ষা করে তার আপন ছোট ভাই সালাম মল্লিককে ভাইস চেয়ারম্যান প্রার্থী করায়।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম প্রতিক বরাদ্দ পেয়েছেন হাঁস মার্কা ও জাহানারা বেগম কলস মার্কা। বাকেরগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ১২ শ ১১ জন। ১১৩ টি সেন্টারে আগামী ৮ মে ভোট গ্রহণ হবে। 

এসআর

×