ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শিশু সাকিবুল হত্যার বিচার চান বাবা

যাদুকাটা নদীতে মাটি খুঁড়ে পাওয়া গেল শিশুর লাশ, থানায় মামলা

নিজস্ব সংবাদদাতা, তাহিরপুর (সুনামগঞ্জ)

প্রকাশিত: ২০:০৭, ২০ এপ্রিল ২০২৪

যাদুকাটা নদীতে মাটি খুঁড়ে পাওয়া গেল শিশুর লাশ, থানায় মামলা

মানচিত্র

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে মাটি খুঁড়ে সাকিবুল ইসলাম(৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহতের পিতা হারুন মিয়া বাদী হয়ে তাহিরপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার বিষয়টি তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন নিশ্চিত করেছেন।রাতে নিহত সাকিবুলের পিতা হারুন মিয়া জনকণ্ঠের এই প্রতিবেদককে বলেন, ‘আমার ছেলেকে কে বা কারা হত্যা করে যাদুকাটা নদীতে মাটির নিচে চাপা দিয়ে রেখেছে, আমি জানিনা। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

প্রসঙ্গত, গত বুধবার শিশু সাকিবুল স্কুলে যাবে না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এর একদিন পর সাকিবুলের পরিবার ছেলে হারানোর বিষয়টি মাইকিং করে জানান। বৃহস্পতিবার সকাল আটটার দিকে লোকমুখে শুনতে পারে যাদুকাটা নদীতে মাটির নিচে পুতেঁ রাখা একটি শিশুর হাত- পা দেখা গেছে। এমন খবর পেয়ে সাকিবুলের পরিবার সেখানে যায়। 

পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় সাকিবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এবি

×