ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

গাজীপুর সিটির সব রাস্তা হবে ২০ থেকে ৬০ ফুট: জাহাঙ্গীর আলম

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, গাজীপুর

প্রকাশিত: ২০:৩৭, ২২ মার্চ ২০২৪

গাজীপুর সিটির সব রাস্তা হবে ২০ থেকে ৬০ ফুট: জাহাঙ্গীর আলম

কয়েকটি রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন সিটির উপদেষ্টা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

গাজীপুর সিটি কর্পোরেশনের উপদেষ্টা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, সিটির নাগরিকদের চলাচলের সুবিধার জন্য গাজীপুর সিটির সব রাস্তা ২০ থেকে ৬০ ফুট চওড়া করা হবে। ইতিমধ্যে ৮শ কিলোমিটার রাস্তা চওড়া করে নির্মাণ করা হয়েছে। 

বাড়ি ঘর জায়গা জমি মালিকদের সতর্ক করে দিয়ে জাহাঙ্গীর আলম আরও বলেন, সবার সুবিধার জন্য রাস্তাঘাট নির্মাণে প্রত্যেক নাগরিকদের বাড়িঘরের সামনের রাস্তা ছাড়াও ৫/১০ ফিট জায়গা খালি রাখতে হবে। এতে সবাই উপকৃত হবে এবং সিটিতে বড় বড় রাস্তাঘাট নির্মাণে সুবিধা হবে। সিটির রাস্তাঘাটগুলো মহাসড়কের বাইপাস হিসাবে ব্যবহার করা যাবে।

সিটির উপদেষ্টা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম শুক্রবার টঙ্গীর মরকুন কবরস্থান-মসজিদ এবং সিটি এলাকার কয়েকটি রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ভবিষ্যত প্রজন্মকে সুস্থ রাখতে বড় বড় রাস্তাঘাটের সঙ্গে প্রশস্ত ফুটপাতও নির্মাণ করে দেওয়া হবে হাঁটাহাটির জন্য। যাতে নাগরিকরা বিশুদ্ধ অক্সিজেন পেতে পারে।

এসআর

×