ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আব্দুর রশিদ;###;সিনিয়র শিক্ষক,;###;বি এ এফ শাহীন কলেজ;###;কুর্মিটোলা, ঢাকা

অষ্টম শ্রেণির পড়াশোনা -বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশিত: ১২:১২, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

অষ্টম শ্রেণির পড়াশোনা -বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

তৃতীয় অধ্যায় ২১। নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়? (ক) ক্রিপার (খ) রিপার (গ) চেরনোবিল (ঘ) ভিয়েনা ২২। বর্তমানে কেউই আর আলাদা নয়। অর্থাৎ সবাই সবার সঙ্গে যুক্ত। কিসের কারণে? (ক) নেটওয়ার্ক (খ) কম্পিউটার (গ) গ্লোবাল ভিলেজ (ঘ) স্মার্ট ফোন ২৩। প্রত্যেক কম্পিউটার বা নেটওয়ার্কের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার নাম কী? (ক) অ্যান্টিভাইরাস (খ) ফায়ারবক্স (গ) ক্যাপচা (ঘ) ফায়ারওয়্যাল ২৪। কোন প্রতিষ্ঠানটি লাখ লাখ গোপন তথ্য ফাঁস করেছে? (ক) বিবিসি (খ) উইকিলিকস (গ) সিএনএন (ঘ) ফক্স নিউজ ২৫। ছদ্মবেশী মাল্যওয়্যার কী নামে পরিচিত? (ক) কম্পিউটার ওয়াম (খ) কম্পিউটার ভাইরার্স (গ) ওয়েবট (ঘ) ট্রোজান হর্স ২৬। পাসওয়ার্ড কেমন হওয়া উচিত? (ক) সহজ (খ) অনুমানযোগ্য (গ) সংক্ষিপ্ত (ঘ) দীর্ঘ ২৭। হ্যাকাররা কেন হ্যাকিং এর সঙ্গে জড়িত হয়? (ক) টাকা আয় করতে (খ) কথা বলতে (গ) ইন্টারনেট শিখতে (ঘ) ক্রাইম করতে ২৮। হ্যাকার মূলত কয় ধরনের? (ক) দুই ধরনের (খ) তিন ধরনের (গ) চার ধরনের (ঘ) পাঁচ ধরনের ২৯। বাংলাদেশে হ্যাকিংয়ের জন্য কী শাস্তির বিধান রয়েছে? (ক) ১০ বছরের কারাদন্ড (খ) ৩ থেকে ৭ বছরের কারাদন্ড (গ) ৫ বছরের কারাদন্ড (ঘ) মৃত্যুদন্ড ৩০। বাংলাদেশে নিচের কোন কাজটি করার জন্য বিশেষ পোর্টাল তৈরি হয়েছে? (ক) ব্যবসায় বাণিজ্য (খ) ভিডিও চ্যাটিং (গ) কথা বলা (ঘ) ই-টেন্ডার ৩১। অনলাইনের মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে লেনদেন হয় কোন পদ্ধতিতে? (ক) ই-সেবা (খ) ই-কমার্স পদ্ধতিতে (গ) ই-পর্চা (ঘ) ই-মেইল ৩২। বিচ্ছিন্নভাবে প্রাপ্ত উপাত্ত সুসংগঠিত হয় কীসে পরিণত হয়? (ক) তথ্যে (খ) প্রোগ্রাম (গ) কাজে (ঘ) সফ্টওয়্যারে ৩৩। তথ্য অধিকার কোনটির সাথে সম্পৃক্ত? (ক) রাষ্ট্রের (খ) মোবাইল (গ) টিভি (ঘ) রেডিও ৩৪। বাংলাদেশে কত সাল থেকে তথ্য অধিকার বলবৎ হয়েছে? (ক) ২০১১ সাল (খ) ২০০৮ সাল (গ) ২০০৯ সাল (ঘ) ২০০০ সাল ৩৫। কম্পিউটারের কার্যক্ষমতাকে নষ্ট করতে দায়ী- i. হার্ডওয়্যার ii. মেলিসিয়াস iii. ম্যালওয়্যার নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৩৬। ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত- i . ওয়ার্ম ii. মজিলা ফায়ার ফক্স iii. কিলগার নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৩৮। ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়া ছড়িয়ে পড়তে পারে না- i. ভাইরাস ii. কম্পিউটার ওয়ার্ম iii. ট্রোজান নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৩৯। ই-কমার্স হলো- i. ইমারজেন্সি কমার্স ii. ইন্টারনেটের ব্যবহার ব্যবসা-বাণিজ্য iii. ইলেকট্রনিক কমার্স নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৪০। তথ্য কমিশন গঠনের উদ্দেশ্য- i . তথ্য প্রকাশ করা ii. তথ্য অধিকার বাস্তবায়ন তদারক করা iii. বিভিন্ন অভোযোগপত্র গ্রহণ করা নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৪১। প্রথম কোন ভাইরাস তার জন্মস্থান থেকে নানা জায়গায় ছড়িয়ে পড়ে? (ক) রিপার (খ) ব্রেইন (গ) এলক ক্লোনার ভাইরাস (ঘ) আরপানেট ক্রিপার ৪২। জেরুজালেম রাজধানী ছাড়া আর কীসের নাম? (ক) ভাইরাস (খ) ম্যালওয়্যার (গ) মোবাইল (ঘ) রোবট ৪৩। ব্লগে দেয়া ব্যক্তির পরিচয় কোনটি? (ক) অনলাইন পরিচয় (খ) ব্লগ পরিচয় (গ) ই-মেইল পরিচয় (ঘ) ব্যক্তি পরিচয় ৪৪। ব্যক্তির অনলাইন পরিচিতি নিচের কোন পরিচয় জ্ঞাপকের মাধ্যমে প্রকাশ করা যায়? (ক) মোবাইল নাম্বার (খ) বাড়ির ঠিকানা (গ) ই-মেইল ঠিকানা (ঘ) জাতীয় পরিচয়পত্র ৪৫। নিদিষ্ট কোনো ব্লগ সাইটে ব্যক্তির ব্লগিং নাম ব্যক্তির কী পরিচয় নির্দেশ করে? (ক) অনলাইন পরিচয় (খ) ই-মেইল পরিচয় (গ) ব্যক্তি পরিচয় (ঘ) স্কাইপি পরিচয় ৪৬। কম্পিউটার প্রোগ্রামকে ভাইরাস হিসেবে সর্বপ্রথম সম্বোধন করে কে? (ক) ফ্রেডরিক বি কোহেন (খ) এ্যান্ডরিক বি কোহেন (গ) ফ্রেডরিক ডি কোহেন (ঘ) এডু. ডি কোহেন ৪৭। ব্রইন ভাইরাস তৈরি হয় কোন দেশে? (ক) ভারত (খ) জাপান (গ) পাকিস্তান (ঘ) আমেরিকা ৪৮। মানুষের বিনোদনের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? (ক) টুইটার (খ) ইয়াহু (গ) জি-মেইল (ঘ) ই-মেইল ৪৯। ই-মেইলের সাথে সম্পর্কযুক্ত কোনটি? (ক) চিঠি (খ) এসএমএস (গ) কলসেন্টর (ঘ) স্প্যাম ৫০। কয়েকটি ভাইরাসের নাম হচ্ছে- i . পিংপং, নিমডা, সি আই এইচ ii. প্যান্ডা, কাসপারেস্কি iii. ব্রেন, জেরুজালেম নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৫১. নিচের কোনটি অপরাধ জগতে নতুন ? ক. চুরি খ. ডাকাতি গ. সাইবার অপরাধ ঘ. ছিনতাই ৫২. জেরুজালেম কিসের নাম ? ক. ভাইরাস খ. ম্যালওয়্যার গ. মোবাইল ঘ. দেশ ...উত্তরসহ বাকি অংশ পরবর্তী সংখ্যায়
×