ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থীকে মারধর

প্রকাশিত: ০২:১৭, ২১ জানুয়ারি ২০১৯

মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থীকে  মারধর

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে অভিযান চালিয়ে রাজৈর বাজিতপুর এলাকা থেকে অভিযুক্ত অমিত বেপারীকে (১৮) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অমিত রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের কামাল বেপারীর ছেলে। অমিত ও নির্যাতিত ওই শিক্ষার্থী মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী। পুলিশ ও নির্যাতিত ওই স্কুলছাত্রীর পরিবার জানান, বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাবার পথে ওই এসএসসি পরীক্ষার্থীকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল অমিত। বরিবার বিকেলেও প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করলে ওই শিক্ষার্থী এর প্রতিবাদ করায় অমিত তার উপর চড়াও হয়। এক পর্যায়ে কুপ্রস্তাব দিলে ওই শিক্ষার্থীর সাথে তার বাকবিতন্ডা বাঁধে। পরে অমিত হাতের কাছে পাওয়া লাঠি দিয়ে ওই শিক্ষার্থীকে বেধরক মারধর করে। এতে ওই শিক্ষার্থী আহত ও অচেতন হয়ে মাটিতে পড়ে গেলে অমিত পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় পরীক্ষার্থীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ অমিতকে গ্রেফতার করে।’
×