ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বেনজেমাই এখন ফরাসিদের ট্রামকার্ড!

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৩১, ১৫ ডিসেম্বর ২০২২

বেনজেমাই এখন ফরাসিদের ট্রামকার্ড!

.

বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা খেয়েছিল ফ্রান্স। ইনজুরির কারণে পল পগবা, এনগুলো কান্তের পর শেষ মুহূর্তে যে দল থেকে ছিটকে যান করিম বেনজেমাও! স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল দিদিয়ের দেশমের কপালে। তখনই প্রশ্ন উঠেছিল রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নদের দৌড় তাহলে কতদূর? কিন্তু বর্তমান চ্যাম্পিয়নদের রোখার সাধ্য কার? দাপুটে পারফর্মেন্স উপহার দিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠার গৌরব অর্জন করে দুইবারের চ্যাম্পিয়নরা। শুধু তাই নয়? এখন টানা দুইবার বিশ্বকাপের শিরোপা জয়েরও হাতছানি ফ্রান্সের সামনে। আর এই মুহূর্তে আবারও আলোচনায় বিশ্বকাপের ঠিক আগে ছিটকে পড়া সেই করিম বেনজেমা। এখন পর্যন্ত একটি ম্যাচও খেলতে না পারা করিম বেনজেমাকেই ব্যবহার করা হতে পারে ফাইনালে আর্জেন্টিনাকে থামাতে।
২০২২ বিশ্বকাপ শুরুর ঠিক আগেই ঊরুর চোটে ছিটকে গিয়েছিলেন করিম বেনজেমা। টুর্নামেন্ট শুরুর আগের দিন কাতারে অনুশীলন করার সময়ই চোট পেয়েছিলেন তিনি। এরপরই মাদ্রিদে ফিরে গিয়ে চিকিৎসা শুরু করেন রিয়ালের এই ফরাসি স্ট্রাইকার। ইনজুরি কাটিয়ে বর্তমানে একেবারেই ফিট বেনজেমা। নিজেই জানান বিশ্বকাপে খেলতে প্রস্তুতও তিনি। এ প্রসঙ্গে বেনজেমা তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেন, ‘আমি সারা জীবনে কখনই হাল ছেড়ে দিইনি। তবে এখন দলের কথা ভেবে আমাকে সেই সিদ্ধান্ত নিতে হচ্ছে, যেটা আমি সবসময়ই করে থাকি।’ তবে এ ব্যাপারে সুস্পষ্ট করে কিছুই বলেননি ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম। বুধবার মরক্কোকে হারিয়েই ফাইনালের টিকিট কাটে তার দল।

 

 

সম্পর্কিত বিষয়:

×