ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১

ওল্ডট্র্যাফোর্ডে ফিরছেন ফার্গুসন?

প্রকাশিত: ০৬:৪৭, ২ জানুয়ারি ২০১৯

ওল্ডট্র্যাফোর্ডে ফিরছেন ফার্গুসন?

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ কিংবদন্তি স্যার এ্যালেক্স ফার্গুসন ফের ফিরতে পারেন প্রাণের ক্লাবে। দুঃসময় থেকে বের হতে কোচ না হলেও রেড ডেভিলস শিবিরে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে তাকে। শোনা যাচ্ছে, কোচের ভূমিকায় নয়, নতুন কোচ ওলে গানার সোলসজায়েরের পরামর্শদাতা হিসেবে কাজ করবেন ফার্গুসন। ম্যানইউর কোচ হিসেবে ফার্গুসন যাত্রা শুরু করেন ১৯৮৬ সালে। এরপর কেটে গেছে ২৭ বছর। সেই ২৭ বছরে তার অধীনে সবমিলিয়ে ৩৮টি শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর মধ্যে ১৩ বার জিতেছে ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা। ট্রফি ক্যাবিনেটে আছে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাও। দায়িত্ব পালনকালে নিজের সঙ্গে ক্লাবকেও অনন্য উচ্চতায় নিয়ে যান এই স্কটিশ কোচ। ফার্গুসন অবসর নেয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডকে আর আগের রূপে দেখা যায়নি। এরপর পাঁচজন কোচ বদল হলেও ভাগ্য বদলায়নি রেড ডেভিলদের। তাই অনেকটা বাধ্য হয়ে আবার ফার্গুসনের শরণাপন্ন হচ্ছে তারা। ম্যানইউর সহ-সভাপতি এ্যাড উডওয়ার্ডও ফার্গুসনকে ফেরানোর পক্ষে মত দিয়েছেন। শ্রীলঙ্কান ক্রিকেট সবচেয়ে দুর্নীতিগ্রস্ত স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে (এসএলসি) সবচেয়ে দুর্নীতিগ্রস্থ ক্রিকেট বোর্ড হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত বছরের মাঝামাঝিতে ক্রিকেটের দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল আল-জাজিরা। তারপর থেকে দুর্নীতি নিয়ে বেশ কঠোর অবস্থান নিয়েছে আইসিসি। সংস্থাটির এ্যান্টি করাপশন ইউনিট দুর্নীতি রোধে নিবিড়ভাবে কাজ করছে। আর তাদের ভাবিয়ে তুলেছে শ্রীলঙ্কার ক্রিকেটের দুর্নীতি। ম্যাচ ফিক্সিংয়ের মতো স্পর্শকাতর বিষয়েও জড়িয়েছে শ্রীলঙ্কার নাম। সম্প্রতি দেশটির ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো আইসিসির এ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার এ্যালেক্স মার্শালের সঙ্গে। সেখানেই তিনি জানতে পারেন লঙ্কান বোর্ডের দুর্নীতি সম্পর্কে।
×