ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের ব্রাজ রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন

প্রকাশিত: ০৬:৪৫, ১৭ আগস্ট ২০১৬

ব্রাজিলের ব্রাজ রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন

স্পোর্টস রিপোর্টার ॥ গত অলিম্পিকে লন্ডনে ২২তম অবস্থান নিয়ে শেষ করেছিল ব্রাজিল। তাদের সেরা অবস্থান ছিল নিজেদের প্রথম অলিম্পিক অংশগ্রহণে ১৯২০ সালে। সেবার ১৫তম হয়েছিল ব্রাজিল। এবার অলিম্পিকে ২৩তম অংশগ্রহণ ব্রাজিলের। তবে ভিন্নতা আছে এবারই। কারণ প্রথমবারের মতো নিজেদের দেশে অলিম্পিক আয়োজন করছে তারা। কিন্তু এরপরও নৈপুণ্যে কোন হেরফের ঘটেনি। ১১ দিন পেরিয়ে যাওয়ার পরেও সবেমাত্র দুটি স্বর্ণ জিততে পেরেছে ব্রাজিল। জুডোর পর দ্বিতীয় স্বর্ণ জিতেছে পোল ভল্টা। গতবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ফ্রান্সের ফেবারিট রেনো ল্যাভিলেনিকে হারিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান থিয়াগো ব্রাজ। তিনি নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন। ৬.০৩ মিটার উচ্চতা পেরিয়েছেন ব্রাজ। ২০০৮ অলিম্পিকের পর আবার এ্যাথলেটিক্সে কোন স্বর্ণপদক জেতার স্বাদ পেল ব্রাজিল। ল্যাভিলেনি এদিন স্বাগতিক দর্শকদের আচরণে ক্ষোভ প্রকাশ করেন। কারণ দর্শকরা তার দিকে কটূক্তি ছুড়েছে এবং দুয়োধ্বনি দিয়েছে। এরপরও ৫.৯৮ মিটার পেরিয়ে রৌপ্য জেতেন। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপস থেকেই ২৯ বছর বয়সী বিশ্বরেকর্ডধারী পোল ভল্টার ল্যাভিলেনি নিজেকে হারিয়ে ফেলতে শুরু করেছিলেন। ২০১৩ সালের বিশ্ব আসরে রৌপ্য জিতলেও ২০১৫ সালের আসরে তিনি ব্রোঞ্জ জেতেন। অথচ ২০১৪ সালের ফেব্রুয়ারিতেই কিংবদন্তি পোল ভল্টার সের্গেই বুবকার রেকর্ড ভেঙ্গে ৬.১৬ মিটার উচ্চতা পেরিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছিলেন। গত অলিম্পিকেও সোনা জয় করার কারণে এবারও তিনিই ছিলেন ফেবারিট।
×