ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ইনজুরি- শঙ্কামুক্ত লিওনেল মেসি

প্রকাশিত: ০৫:৫৮, ৩০ মে ২০১৬

ইনজুরি- শঙ্কামুক্ত লিওনেল মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ হন্ডুরাসের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেমেই ভক্ত-সমর্থকদের মনে শঙ্কা তৈরি করেছিলেন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। গঞ্জালো হিগুয়াইনের একমাত্র গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা। কিন্তু পুরোটা সময় মাঠে থাকতে পারেননি অন্যতম ভরসা মেসি। পিঠের ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন মাত্র ৬৪ মিনিট খেলেই। তবে শঙ্কাটা কেটে গেছে। বড় ধরনের কোন ইনজুরি নয় বরং পিঠের ব্যথা কমে গেছে এবং বেশ ভাল আছেন আর্জেন্টাইন সুপারস্টার। এমনটাই জানিয়েছেন আলবিসিলেস্তের মেডিক্যাল বিভাগ। দলের প্রধান চিকিৎসক ড্যানিয়েল মার্টিনেজ নিশ্চিত করেছেন খবরটা। তবে এই ইনজুরি নিয়েই করফাঁকি মামলার শুনানিতে হাজিরা দিতে স্পেনে আসতে হচ্ছে মেসিকে। হন্ডুরাসের বিরুদ্ধে ম্যাচের মাত্র ৩১ মিনিটেই গোল করেন হিগুয়াইন। তবে আক্রমণের চেয়ে নিজেদের রক্ষণভাগ সামলে খেলা হন্ডুরাসকে আর গোল হজম করতে হয়নি। আর দুর্ভেদ্য দেয়াল গড়ে তোলা হন্ডুরাসের প্রতিরোধ ভেঙ্গে দেয়ার জন্য মেসি পুরোটা সময় থাকতে পারেননি। ফলে হন্ডুরাসের প্রতিরোধটাও ভালভাবেই হয়েছে। হন্ডুরাসের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা খাওয়ার পর থেকেই আর স্বস্তিতে খেলতে পারেননি মেসি। পরে ৬৪ মিনিটের সময় তাকে মাঠই ছাড়তে হয়েছে। মেসির ইনজুরি নিয়ে সবার মধ্যেই একটা শঙ্কা কাজ করছিল যে কতটা বাজে হতে পারে সেটা। কিন্তু সেই শঙ্কার মেঘ কাটিয়ে দিয়েছেন আর্জেন্টিনা দলের চিকিৎসক মার্টিনেজ। তিনি বলেন, ‘মেসি এখন বেশ ভাল। গত রাতে তার পিঠের ব্যথা অনেক কমে গেছে। তিনি প্রতিদিনই আগের চেয়ে উন্নতি করছেন। এ ধরনের আঘাতের ক্ষেত্রে বেশ কয়েক রকমের চিকিৎসা আছে।’ আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশন (এএফএ) থেকে মেসির ইনজুরি নিয়ে এক আপডেটে বলা হয়েছে- বাঁ পাশের পাঁজরের নিচের অংশে নরম কোষ এবং কয়েকটি হাড়ে থেঁতলানো ভাব আছে। আগামী মাসে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা ফুটবল আসর। এর আগে মেসির ইনজুরি নিয়ে বেশ শঙ্কায় পড়েছিল টিম ম্যানেজমেন্টও। তিনি হন্ডুরাসের খেলোয়াড় অলিভার মোরাজানের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এরপরই মেসিকে মাঠের বাইরে যেতে হয় এবং শুক্রবার তিনি হাসপাতালেও গেছেন চিকিৎসা নিতে। এখনও তিনি দলের সঙ্গে হোটেলেই আছেন।
×