ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

হ্যাকিংয়ের শিকার গলফ চ্যাম্পিয়নশিপ সার্ভার

প্রকাশিত: ১৮:৪২, ১০ আগস্ট ২০১৮

হ্যাকিংয়ের শিকার গলফ চ্যাম্পিয়নশিপ সার্ভার

অনলাইন ডেস্ক ॥ হ্যাকিংয়ের শিকার হয়েছে পিজিএ অফ অ্যামেরিকার সার্ভার। পিজিএ চ্যাম্পিয়নশিপ গলফ টুর্নামেন্ট চালিয়ে থাকে এই সার্ভারটি। পিজিএ চ্যাম্পিয়নশিপ ছাড়াও ফ্রান্সের রাইডার কাপ-এর প্রচারণা উপাদানের ফাইলগুলো লক করে রেখেছে হ্যাকার দল। ফাইলগুলো খুলতে মুক্তিপণ দাবি করেছে দলটি-- খবর বিবিসি’র। স্পোর্টস ম্যাগাজিন গলফউইক-এর প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যেই হ্যাকাররা একটি বিটকয়েন অ্যাড্রেস দিয়েছে। তবে, মুক্তিপণের নির্দিষ্ট পরিমাণ জানানো হয়নি। বিষয়টি নিয়ে বিবিসিকে কোনো মন্তব্য করতে চাননি পিজিএ’র এক মুখপাত্র। তবে, তিনি বলেন এতে পিজিএ চ্যাম্পিয়নশিপের ওপর কোনো প্রভাব পড়বে না। সংকেতায়িত নথিগুলোর মধ্যে রয়েছে টুর্নামেন্টের ব্যানার এবং লোগো, যা অনলাইন বা প্রিন্টের মাধ্যমে প্রচার করা হয়। এছাড়া আরও কিছু লোগো রয়েছে যা হয়তো ভবিষ্যতে অন্য টুর্নামেন্টে ব্যবহার করা হতে পারে। গলফউইক-এর প্রতিবেদনে বলা হয়, হ্যাকাররা একটি ইমেইল অ্যাড্রেস পাঠিয়েছে। এর মাধ্যমে দুইটি ফাইল অসংকেতায়িত করার সুযোগ দিয়েছে তারা। তারা যে ফাইলগুলো আনলক করতে সক্ষম সে প্রমাণ দিতেই এটি করা হয়েছে। ইমেইলে বলা হয়, “আপনার এই অবস্থার জন্য আমাদের কাছে একটি ডিক্রিপশন সফটওয়্যার রয়েছে। জনসাধারণের জন্য এমন কোনো ডিক্রিপশন সফটওয়্যার নেই।” ফাইলগুলো অন্য উপায়ে অসংকেতায়িত করার চেষ্টা করা হলে ডেটা নষ্ট হবে বলে সতর্ক করেছে হ্যাকার দল।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!