ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আইফোন ৭ বিশ্বের কোথায় সবচেয়ে কমদামে পাওয়া যাবে ?

প্রকাশিত: ২০:২২, ১০ সেপ্টেম্বর ২০১৬

আইফোন ৭ বিশ্বের কোথায় সবচেয়ে কমদামে পাওয়া যাবে ?

অনলাইন ডেস্ক॥ বুধবার আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস বাজারে এসেছে। আর অ্যাপল বরাবরই আইফোন দিয়ে স্মার্টফোন ব্যবহারকারীদের নজর কাড়ে। এবারের আইফোনের দাম নিয়েও বহু মানুষের আগ্রহের শেষ নেই। এ লেখায় তুলে ধরা হলো বিশ্বের নানা স্থানে আইফোন ৭-এর দাম। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি। ভারত ৬০ হাজার রুপি ইতালি ৭৯৯ ইউরো নিউজিল্যান্ড ১,১৯৯ ডলার ফিনল্যান্ড ৭৭৯ ইউরো পর্তুগাল ৭৭৯ ইউরো বেলজিয়াম ৭৬৯ ইউরো ফ্রান্স ৭৬৯ ইউরো নেদারল্যান্ডস ৭৬৯ ইউরো স্পেন ৭৬৯ ইউরো অস্ট্রিয়া ৭৫৯ ইউরো জার্মানি ৭৫৯ ইউরো লুক্সেমবার্গ ৭৪৩ ইউরো অস্ট্রেলিয়া ১,০৭৯ অস্ট্রেলিয়ান ডলার চীন ৫,৩৮৮ ইউয়ান যুক্তরাজ্য ৫৯৯ পাউন্ড সিঙ্গাপুর ১,০৪৮ সিঙ্গাপুর ডলার জাপান ৭২,৮০০ ইয়েন কানাডা ৮৯৯ কানাডিয়ান ডলার যুক্তরাষ্ট্র ৬৪৯ ডলার। এ হিসাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রেই আইফোনের স্থানীয় দাম সবচেয়ে কম। আর এর পরের অবস্থানে কানাডা ও তারপর জাপান রয়েছে। অন্যদিকে সবচেয়ে বেশি দামের দিক দিয়ে ভারত ও তারপর ইতালি রয়েছে। বাংলাদেশে অ্যাপলের কোনো বৈধ বিক্রেতার সন্ধান পাওয়া যায়নি। তবে পাশ্ববর্তী ভারতে আইফোনের দাম দেখা গেছে ৬০ হাজার রুপি। সেখানে এটি বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ার কারণ হিসেবে জানা গেছে, ভারতীয় অ্যাপল ভারতের থার্ড-পার্টি খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রি করবে। কাজেই বিক্রেতাদের লাভের অংশ ধরিয়ে দিতেই দাম বেশি পড়ছে। এ ছাড়া পণ্য বিক্রির ক্ষেত্রে স্থানীয় বাজারের ট্যাক্স ধরে নিচ্ছে অ্যাপল। এ ছাড়া ভারত ও এর আশপাশের বাজারে মুদ্রার মানের হেরফেরেও দাম বেড়ে যাচ্ছে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!