ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

রাম মন্দিরের ছাদে ফুটো 

প্রকাশিত: ০০:০০, ২৬ জুন ২০২৪

রাম মন্দিরের ছাদে ফুটো 

ভারতের অযোধ্যার রাম মন্দিরে ‘বিপর্যয়’

উদ্বোধনের মাত্র পাঁচ মাসের মাথায় ভারতের অযোধ্যার রাম মন্দিরে ‘বিপর্যয়’। বর্ষার শুরুতেই মন্দিরের ছাদ ফুটো হয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়তে শুরু করেছে। মঙ্গলবার বিষয়টি জানান মন্দিরের প্রধান পুরোহিত আচার্য্য সত্যেন্দ্র দাস। চলতি বছরের জানুয়ারিতে অযোধ্যার রামমন্দির উদ্বোধনের পর থেকে শনিবার মধ্যরাতেই প্রথমবার ভারি বৃষ্টি হয়। আর সেই ভারি বৃষ্টিতে রামমন্দিরের গর্ভগৃহ চুইয়ে পানি পড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

চলতি বছরের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তড়িঘড়ি করে মন্দির উদ্বোধন করেন। সে সময়ই অভিযোগ উঠেছিল, মন্দিরের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই লোকসভা ভোট ‘নজরে’ রেখে উদ্বোধন করা হচ্ছে। মন্দির উদ্বোধনের পাঁচ মাস পূর্তির পরেই প্রকাশ্যে এলো রামমন্দিরের ছাদ থেকে চুইয়ে পানি পড়ার ঘটনা।

×