ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এম আব্দুর রহিম ও নাজমা রহিম-এর কবর জিয়ারত করলেন হাইকোর্টের ৮ বিচারপতি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশিত: ১৯:৩৮, ২৯ মার্চ ২০২৪; আপডেট: ১৯:৪৫, ২৯ মার্চ ২০২৪

এম আব্দুর রহিম ও নাজমা রহিম-এর কবর জিয়ারত করলেন হাইকোর্টের ৮ বিচারপতি

কবর জিয়ারত।

দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম ও হুইপ ইকবালুর রহিম এমপির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রনেতা, স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক এমপি মরহুম এম আব্দুর রহিম ও রত্নগর্ভা মাতা মরহুমা নাজমা রহিম এর আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার দুপুরে দিনাজপুরে তাদের কবর জিয়ারত করলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের ৮ বিচারপতি। তারা হলেন বিচারপতি জে. বি. এম. হাসান, বিচারপতি মো: রুহুল কুদ্দুস, বিচারপতি মো: ইকবাল কবির, বিচারপতি মো: খায়রুল আলম, বিচারপতি সরদার মো: রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি জাহিদ সারোয়ার ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান। 


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম, হুইপ ইকবালুর রহিম এমপি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর রেজিষ্টার সাইফুর রহমান, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, মুক্তিযোদ্ধা লোকমান হাকিম, হুইপের পুত্র রাফিদুর রহিমসহ পরিবারবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ।  মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাজহারুল ইসলাম। এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতিরা জালালপুরে মডেল মসজিদ পরিদর্শন করেন ও জুম্মার নামাজ আদায় করেন। 

 
 

×