ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সিলেটে পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে ট্রাক ধর্মঘট

প্রকাশিত: ০৯:১৫, ২৬ জানুয়ারি ২০২০

সিলেটে পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে ট্রাক ধর্মঘট

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ভোলাগঞ্জ, জাফলংসহ সকল পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন। শনিবার ভোর ৬টা থেকে পূর্ব ঘোষিত ধর্মঘট শুরু হয়। ফলে সিলেট নগরীসহ জেলার সর্বত্র পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ট্রাক শ্রমিকরা জানান, পাথর কোয়ারি বন্ধ থাকায় তারা পাথর পরিবহন করতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর আগে পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে সভা, সমাবেশ, স্মারকলিপি ও আলটিমেটাম দেয়া হলেও কোয়ারি খুলে দেয়া হয়নি। ফলে বাধ্য হয়ে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু আঞ্চলিক মহাসড়ক, সিলেট-তামাবিল মহাসড়কসহ সকল সড়কে ট্রাক চলাচল বন্ধ রেখে শ্রমিকরা ধর্মঘট পালন করছে। ধর্মঘটের কারণে সকালে সবজিবাহী কোন ট্রাকও বাইরে থেকে সিলেটে প্রবেশ করেনি।
×