ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মাপে কারচুপি, ৯ পেট্রোল পাম্পসহ ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৯:৩১, ২৩ অক্টোবর ২০১৯

মাপে কারচুপি, ৯ পেট্রোল পাম্পসহ ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৯ পেট্রোল পাম্পসহ ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর মিরপুর, উত্তরা, গাজীপুর ও গাবতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে গত ২০ অক্টোবর মিরপুর এলাকার মেসার্স পূর্বাচল গ্যাস ফিলিং অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে গ্রহণযোগ্য মাত্রার অতিরিক্ত ৪৪০ মিলি লিটার বেশি প্রদান করায়, মেসার্স রহমান সার্ভিস স্টেশন দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৯০ মিলি লিটার ও ১১০ মিলি লিটার কম প্রদান করায় এবং মেসার্স আল মোসাফির ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ডিজিটাল স্কেল ব্যবহার করায় প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া গত ২১ অক্টোবর উত্তরা ও গাজীপুর এলাকায় বিএসটিআই অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে তেজগাঁও, আমিন বাজার ও গাবতলী এলাকায় ৩টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের ও ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন এবং সার্ভিল্যান্স টিমে সহকারী পরিচালক মোঃ রেজাউল করিমের নেতৃত্বে পরিদর্শক মোঃ লিয়াকত হোসেন ও মোঃ বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি
×