ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ঢাকা-কুড়িগ্রাম আন্তঃনগর ট্রেন উদ্বোধন আজ

প্রকাশিত: ০৯:২৮, ১৬ অক্টোবর ২০১৯

ঢাকা-কুড়িগ্রাম আন্তঃনগর ট্রেন উদ্বোধন আজ

রাজুমোস্তাফিজ, কুড়িগ্রাম ॥ স্বাধীনতার ৪৮ বছর পর প্রথম ঢাকা-কুড়িগ্রাম আন্তঃনগর ট্রেন চালু হতে যাচ্ছে। দারুণ খুশি জেলাবাসী। বুধবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বহুল প্রতীক্ষিত এই আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানের পরদিন থেকে কুড়িগ্রাম থেকে ট্রেন ঢাকার উদ্দেশে যাতায়াত শুরু করবে। জেলাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ধন্যবাদ দিলেন। তার ঐকান্তিক ইচ্ছায় কুড়িগ্রাম থেকে ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হলো। মানুষের দুর্ভোগ কমে যাবে বহুগুণ। দেশের উত্তরাঞ্চলের সর্বশেষ জেলা কুড়িগ্রাম। ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা একটি আন্তঃনগর ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বসিত এই জনপদের সর্বস্তরের মানুষ। এই ট্রেন চালু হলে এই জেলার মানুষজন তাদের আর্থ-সামাজিক উন্নয়ন আরও পালটে যাবে। বদলে যাবে জেলার চিত্র। এমন স্বপ্ন দেখছে সাধারণ মানুষ। দীর্ঘদিনের আন্তঃনগর চালুর দাবি ছিল জেলার সাধারণ মানুষের। ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনবার কুড়িগ্রাম সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার সফরকালে জেলার উন্নয়নে নানা প্রতিশ্রুতির পাশাপাশি ঢাকা-কুড়িগ্রাম একটি আন্তঃনগর ট্রেন চালুরও প্রতিশ্রুতি দেন। তার এই প্রতিশ্রুতি অনুযায়ী আজ পূর্ণাঙ্গ আন্তঃনগর ট্রেনের সুবিধা পেতে যাচ্ছে কুড়িগ্রামবাসী। এর আগে ২০১৮ সালে একটি শাটল ট্রেন চালু হয় কুড়িগ্রাম থেকে কাউনিয়া রেল স্টেশন পর্যন্ত। আন্তঃনগর ট্রেন চালু হলে জেলাবাসীর দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার দৈন্যদশা থেকে মুক্তি এবং তাদের ভাগ্যোয়ন্নে অগ্রণী ভূমিকা রাখবে এই আন্তঃনগর ট্রেনটি। স্বাধীনতার পর থেকে ঢাকা-কুড়িগ্রামের সরাসরি কোন ট্রেন না থাকলেও জেলার আন্তঃবিভাগে চলাচলের জন্য কয়েকটি ট্রেন চালু ছিল। কিন্তু ২০০১সালে বিএনপি ক্ষমতায় আসার পর জেলার সঙ্গে সব ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে অবহেলিত এই জেলার মানুষ আরও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে। কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটির নামকরণও করেছেন প্রধানমন্ত্রী। ইন্দোনেশিয়া থেকে দুই শ’ বগি ইতোমধ্যে আনা হয়েছে, যা কুড়িগ্রাম থেকে চালু হতে যাওয়া আন্তঃনগর ট্রেনসহ রংপুর-লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের নতুন এই বগি সংযুক্ত হবে। কুড়িগ্রামের বিশিষ্টি ব্যবসায়ী ও জেলা সার সমিতির সম্পাদক শামসুল ইসলাম ম-ল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। তার একান্ত ইচ্ছাই কুড়িগ্রাম থেকে আন্তঃনগর ট্রেন চালু হলো। বাংলাদেশ রেলওয়ে বিভাগ সূত্রে জানায়, ঢাকা-কুড়িগ্রামের ২৮৬.৮ মাইল বা ৪শ’ ৬১ কিলোমিটার দূরত্ব। প্রস্তাবিত কুড়িগ্রাম এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন সকাল ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে কুড়িগ্রাম ছাড়বে। আর ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে রওনা দেবে রাত ৮টা ৪৫ মিনিট। বুধবার কুড়িগ্রাম এক্সপ্রেস বন্ধ থাকবে। প্রস্তাবিত এ ট্রেনের স্টপেজ হবে রংপুর-বদরগঞ্জ-পার্বতীপুর-জয়পুরহাট-সান্তাহার-মাধবনগর-ঢাকা-বিমানবন্দর স্টেশন। কুড়িগ্রাম থেকে ঢাকা যাত্রাকালীন ৬শ’ ২৬টি আসন এবং ঢাকা থেকে কুড়িগ্রাম ফেরার পথে ৫শ’ ৯৬টি আসন থাকবে। এরমধ্যে শোভন চেয়ার ৫১০ টাকা, এসি চেয়ার ৯৭২ টাকা, এসি সিট ১১৬৮ টাকা এবং এসি বাথ ১৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!