ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ শুরু আজ

প্রকাশিত: ১০:১৩, ৭ অক্টোবর ২০১৯

 বিশ্ব শিশু দিবস ও  শিশু অধিকার  সপ্তাহ শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ ৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৯। এবারের প্রতিপাদ্য ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভাল’। দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি সারাদেশে সাত দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে। জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক জ্যাতি লাল কুরি জানিয়েছেন, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সারাদেশেই ব্যাপক কর্মসূচী পালন করা হবে। কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচীর। সোমবার সপ্তাহের কর্মসূচী শুরু হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ অক্টোবর বুধবার সকাল ১০ টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তবে প্রথমদিন সোমবার (আজ) বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের প্রথম দিনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাংলাদেশ শিশু একাডেমি পর্যন্ত শিশুদের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ১০ অক্টোবর সকাল ১১ টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় প্রতিবন্ধী ফোরাম আয়োজনে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুর ১২ টায় শিশুর প্রারম্ভিক যতœ, বিকাশ ও সুরক্ষা বিষয়ক গোল টেবিল আলোচনা। ১১ অক্টোবর সকাল ৯ টায় রয়েছে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে শহীদ মিনার থেকে বাংলাদেশ শিশু একাডেমি পর্যন্ত শোভাযাত্রা। ১২ অক্টোবর সাড়ে ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে পথশিশুদের নিয়ে রয়েছে সমাবেশ ও বিভিন্ন প্রতিযোগিতা। ১৩ অক্টোবর সকাল ১০ টায় ব্র্যাকের আয়োজনে আছে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাল্যবিয়ে নিরোধ দিবস উপলক্ষে সমাবেশ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের নিয়ে অনুষ্ঠান রয়েছে ১৪ অক্টোবর সকাল ১০ টায় শিশু একাডেমি মিলনায়তনে। এ উপলক্ষে বিভাগ ও জেলা পর্যায়ে র‌্যালি, শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া প্রতিদিন বিকেল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের নিয়ে ‘আমার কথা শোন’ শিরোনামে অনুষ্ঠান হবে। যেখানে শিশুরা বলবে বড়রা শুনবে। শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশুবান্ধব নগর, খেলনা মেলা, জাদু প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!