ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ভারতে বিটিভির সম্প্রচার শুরু আজ

প্রকাশিত: ১০:০০, ২ সেপ্টেম্বর ২০১৯

ভারতে বিটিভির সম্প্রচার শুরু আজ

জনকণ্ঠ ডেস্ক ॥ সমগ্র ভারতে সোমবার থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার শুরু হচ্ছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন। ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্ল্যাটফরম- ডিডি ফ্রি ডিশের মাধ্যমে বিটিভির এ সম্প্রচার চলবে বলে বাংলাদেশ সরকারের তথ্য বিবরণীতে জানানো হয়েছে। খবর বাংলানিউজের। সোমবার বিকেল ৩টায় রাজধানীর রামপুরায় বিটিভি মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্য সচিব আবদুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
×