ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

১০ আগস্টের টিকেট আজ

ট্রেনের আগাম টিকেটের জন্য রাতভর অপেক্ষা

প্রকাশিত: ১১:০৬, ১ আগস্ট ২০১৯

ট্রেনের আগাম টিকেটের জন্য রাতভর অপেক্ষা

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির তৃতীয় দিনে কমলাপুর স্টেশনে তিল ধারনের ঠাঁই ছিলনা। টিকেট প্রত্যাশীদের উপচেপড়া ভিড় স্টেশন চত্বর ছাড়িয়ে বাইরে চলে আসে। অনেকে ‘সোনার হরিণ’ টিকেট পেতে আগের দিন সন্ধ্যা থেকে লাইনে দাঁড়ান। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সবচেয়ে বেশি চাহিদা ৮ থেকে ১১ আগস্টের টিকেট। যদিও প্রতিদিন আলাদা আলাদা করেই টিকেট বিক্রি হচ্ছে। বুধবার সকালে প্রতিটি কাউন্টারের সামনেই টিকেটপ্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা গেছে। মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই কমলাপুর স্টেশনে। টিকেটের আশায় স্রোতের মতো মানুষ আসতে থাকেন। মহাসড়কে যানজট ও বন্যার কারণে রাস্তায় দুর্ভোগ হতে পারে আশঙ্কা থেকেই মানুষ এবার ট্রেন বেছে নেয়ায় টিকেটপ্রত্যাশীদের এমন ভিড় বলে জানান স্টেশন সংশ্লিষ্টরা। আসন্ন ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয় ২৯ জুলাই। প্রথম দিন ৭ আগস্টের ও পরদিন ৮ আগস্টের টিকেট দেয়া হয়েছে। বুধবার বিক্রি হয়েছে ৯ আগস্টের টিকেট।
×