ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১

গাজীপুরে নিখোঁজ গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার, পুত্রবধূসহ আটক ৩

প্রকাশিত: ১২:৩১, ১৩ এপ্রিল ২০১৯

  গাজীপুরে নিখোঁজ  গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার,  পুত্রবধূসহ  আটক ৩

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে নিখোঁজের ৪ দিন পর শুক্রবার বিকেলে পুকুর থেকে হাত-পা বাঁধা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের পুত্রবধূ ও তার দুই মামাকে আটক করা হয়েছে। নিহতের নাম আলেয়া বেগম (৪৯)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের গজারিয়া পাড়া এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। নিহতের স্বামী জসিম উদ্দিন ও তার স্বজনরা জানান, গত ৯ এপ্রিল সকালে গাভীকে ঘাস খাওয়াতে বাড়ির পাশের মাঠে গিয়ে নিখোঁজ হয় আলেয়া। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। তবে গাভীটি মাঠেই বাঁধা ছিল। এ ব্যাপারে পরদিন গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, পূর্ব শত্রুতার জেরেই আলেয়াকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
×