ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বাগেরহাট ও মাদারীপুরের ডিসিকে হুমকি দিয়ে উড়ো চিঠি

প্রকাশিত: ০৫:১২, ২২ ডিসেম্বর ২০১৮

 বাগেরহাট ও মাদারীপুরের ডিসিকে হুমকি দিয়ে উড়ো চিঠি

জনকণ্ঠ ডেস্ক ॥ বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাসকে হুমকি দিয়ে উড়ো চিঠি দেয়া হয়েছে। এছাড়া মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্র্নিং কর্মকর্তা মোঃ ওয়াহিদুল ইসলাম এবং তার পরিবারকেও হুমকি দিয়ে চিঠি দেয়া হয়। একটি চিঠিতে লেখা হয়, ‘এবার আপনারাই (ডিসি) টার্গেট, আর ছাড় দেয়া হবে না।’ খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসকে হুমকি দিয়ে ডাকযোগে উড়ো চিঠি দেয়া হয় বৃহস্পতিবার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে অবহিত করেন জেলা প্রশাসক। ডাকযোগে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ‘বর্তমান সময়ে আপনার সকল কার্যকলাপ তৎপরতা আপত্তিকর পক্ষপাতদুষ্টে দুষ্ট। আপনি কি প্রজাতন্ত্রের? আওয়ামী লীগ কর্মী? আপনারা হয়তো সব খবর রাখেন না। নির্বাচনের আগে পরে কিছু তো হবে। কেউ বসে নেই, তাই আপনার প্রতি অনুরোধ আপনি আগামী তিনদিনের মধ্যে শতভাগ নিরপেক্ষ হয়ে যান। অন্যথায় এ্যাকশন। আপনার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন। এবার কৌশল পরিবর্তন, যেখানেই পাওয়া যাবে, সেখানেই আক্রান্ত করা হবে। এবার আপনারাই (ডিসি) টার্গেট, এবার আর ছাড় দেয়া হবে না।’ চিঠিতে আরও বলা হয়, ‘আপনার প্রতিদিনের তৎপরতা মনিটর হচ্ছে, আপনার অপরাধ দিনদিন ভারি হচ্ছে। তাই টার্গেট থেকে বাদ পড়তে নিজেকে শতভাগ নিরপেক্ষ প্রমাণ করুন। অন্যথায় এ্যাকশন।’ বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাস চিঠির স্যুতা স্বীকার করে শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন, আমি আসন্ন নির্বাচনে বাগেরহাটে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। আমি কারও প্রতি কোন পক্ষপাতমূলক আচরণ নয়, সবার প্রতি সমান আচরণ করছি। বিভিন্ন মহলের পক্ষ থেকে পক্ষপাতের যে অভিযোগ করা হয়ে থাকে তা স্যু নয়, আমি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। বাগেরহাটের চারটি আসনে যে রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে তারা যে যখন অভিযোগ করেছে আমরা তা গুরুত্বের সঙ্গে দেখছি এবং দলমতের উর্ধে নিরপেক্ষভাবে যথাযথ ব্যবস্থা নিচ্ছি। নাম-ঠিকানাবিহীন একটি চিঠি ডাকযোগে আমার কাছে এসেছে। চিঠিটি হাতে লেখা তাতে আমাকে হুমকি ধামকি দেয়া হয়েছে। এই চিঠিটি কেন কি উদ্দেশে দিয়েছে কোন রাজনৈতক দল দিয়েছে কিনা তা পুলিশ তদন্ত করে দেখবে। আমার মনোবল ভেঙ্গে দেয়ার জন্য এ চিঠিটি দেয়া হয়ে থাকতে পারে। আমি ভীত না হয়ে মনোবলকে শক্ত রেখে আগামী ৩০ ডিসেম্বর বাগেরহাটে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করব। আমাকে দেয়া হুমকির চিঠির বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপারকে জানানো হয়েছে। আমার সহকর্মীরাও বিষয়টি অবহিত। প্রশাসনের পক্ষ থেকে আমরা সুর্ক রয়েছি। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তপন কুমার বিশ্বাসকে শতভাগ নিরপেক্ষ হয়ে দায়িত্ব পালন করার হুমকি দিয়ে হাতে লেখা চিঠির বিষয়ে পুলিশ প্রশাসন অবহিত হয়েছে। এই ঘটনার পর জেলা প্রশাসকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উড়ো চিঠিটি কারা কি উদ্দেশে দিয়েছে তা অনুসন্ধান করতে প্রশাসনের বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। মাদারীপুর ॥ মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ ওয়াহিদুল ইসলাম ও তার পরিবারকে দেখে নেয়ার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বিষয়টি তিনি বৃহস্পতিবার রাতে গণমাধ্যম কর্মীদের জানান। মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, নাম-ঠিকানাবিহীন এক পাতার চিঠিতে তাকে ও তার পরিবারকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়েছে। চিঠিটি বুধবার সন্ধ্যায় তার অফিসের ঠিকানায় পেয়েছেন। তার সঙ্গে একটি চিঠির খাম আসে। এতে লাল কালিতে লেখা ছিল ‘অতীব গোপনীয় বিষয়’। আরও লেখা ছিল, নির্বাচনে নিরপেক্ষতা বজায় না রাখলে তাকে ও তার পরিবারকে দেখে নেয়া হবে। চিঠি হাতে লেখা ছিল, তবে কারও নাম লেখা ছিল না। ডিসি আরও জানান, তিনি বিভাগীয় কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, পুলিশের ডিভিশনাল আইজি এবং গোয়েন্দা বিভাগকে বিষয়টি লিখিত আকারে জানিয়েছেন। হুমকি দিয়ে চিঠিতে লেখা হয়েছে, ‘জনাব, আপনি আমাদের সালাম গ্রহণ করুন। আশাকরি ভাল থাকবেন। তবে বর্তমান সময়ে আপনার সকল কার্যকলাপ, তৎপরতা আপত্তিকর, পক্ষপাতদুষ্টে দুষ্ট। আপনি কি প্রজাতন্ত্রের? আওয়ামী লীগের কর্মী? আপনারা হয়তো সব খবর রাখেন না? নির্বাচনের আগে পরে কিছু তো হবে। কেউ বসে নাই তাই আপনার প্রতি অনুরোধ আগামী ৩ দিনের মধ্যে ১০০% নিরপেক্ষ হয়ে যান। হতে হবে। অন্যথায় এ্যাকশন- আপনার পরিবার, পরিজন, আত্মীয়-স্বজন, স্থাবর অস্থাবর সকল স্বার্থের ওপর চরমভাবে আঘাত করা হবে। এবার কৌশল পরিবর্তন-যেখানেই পাওয়া যাবে সেখানেই আক্রান্ত করা হবে। এবার আপনারাই টার্গেট এবার আর ছাড় দেয়া হবে না। আপনার প্রতিষ্ঠানের তৎপরতা মনিটর হচ্ছে। আপনার অপরাধ দিন দিন ভারি হচ্ছে। তাই টার্গেট থেকে বাদ পড়তে ১০০% নিরপেক্ষতা প্রমাণ করুন। অন্যথায়: এ্যাকশন। চলমান-’ ‘চিঠির শেষে কারও নাম লেখা ছিল না। শুধু লেখা ছিল ‘চলমান’। এর অর্থ হতে পারে তারা আবারও এ বিষয়ে হুমকি দিয়ে চিঠি পাঠাতে চায়।’ এমনটাই ধারণা মাদারীপুর জেলা প্রশাসকের।
×