ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আশুগঞ্জ সার কারখানায় সাড়ে ৪ মাস পর উৎপাদন শুরু

প্রকাশিত: ০৫:৪০, ১ ডিসেম্বর ২০১৮

 আশুগঞ্জ সার কারখানায় সাড়ে ৪ মাস পর উৎপাদন শুরু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ গ্যাস সঙ্কটের কারণে টানা সাড়ে ৪ মাস বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার কারখানার উৎপাদন শুরু হয়। এর আগে চলতি মাসের ১৭ নবেম্বর কারখানায় গ্যাস সরবরাহ করে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন কারখানার অন্তত ১২শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে। দীর্ঘদিন পর কারখানাটি উৎপাদনে আসায় খুশি কর্মকর্তা-কর্মচারীরা। উৎপাদন বন্ধ থাকায় কারখানার নিজস্ব মজুদ শূন্যের কোটায় পৌঁছেছে। তবে বিদেশ থেকে আমদাান করা সারের মজুদ রয়েছে পর্যাপ্ত। আমদানি করা সার দিয়েই কমান্ড এরিয়াভুক্ত ৭ জেলার চাহিদা অনুযায়ী সার সরবরাহ অব্যাহত রয়েছে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) এটিএম বাক্কী জানিয়েছেন, গ্যাস সঙ্কটের জন্য ১৩ জুলাই থেকে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।
×