ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কল্যাণপুরে জঙ্গী আস্তানা

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১১ বার পেছাল

প্রকাশিত: ০৬:১৭, ২৩ নভেম্বর ২০১৮

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১১ বার পেছাল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কল্যাণপুরের জঙ্গী আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পিছিয়েছে। এ নিয়ে প্রতিবেদনের দাখিলের তারিখ এগারো বারের মতো পিছিয়েছে। বৃহস্পতিবার পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস ৮ জানুয়ারি নতুন তারিখ ঠিক করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০১৬ সালের ২৬ জুলাই ভোরে রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ নামে বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে সন্দেহভাজন নয় জঙ্গী মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় আরও একজন। তারা সবাই জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।
×