ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারকে পরাজিত করা হবে ॥ ফখরুল

প্রকাশিত: ০৬:০১, ২ নভেম্বর ২০১৮

ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারকে পরাজিত করা হবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া কোন সাজায় ভয় পান না। তাকে যখন সাজা পড়ে শোনানো হয় তখন তিনি বলেছেন, সাজা যতই দেবেন, গণতন্ত্রের প্রশ্নে মাথানত করব না। বৃহস্পতিবার বিকেলে মহানগর নাট্যমঞ্চে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাজার প্রতিবাদে বিএনপি আয়োজিত অনশন কর্মসূচীতে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আন্দোলনেই খালেদা জিয়ার মুক্তিসহ দাবি আদায় করা হবে। ফখরুল বলেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনে মানুষ তাদের ভোট দিয়ে পছন্দের সরকার নির্বাচন করবে। কিন্তু নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে সরকার পরিস্থিতিকে জটিল করছে। আমরা নিজেদের অধিকারের আন্দোলন ও লড়াইয়ের মধ্য দিয়ে আদায় করব আমাদের বেঁচে থাকার অধিকার। ১৯৭১ সালের যে চেতনা নিয়ে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, সেই অধিকার আমরা প্রতিষ্ঠা করবই। ফখরুল বলেন, সরকার খালেদা জিয়া ও তারেক রহমানকে বাইরে রেখে একতরফা নির্বাচন করতে চায়। কিন্তু দেশের জনগণ তা মেনে নেবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে দলের নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করব। আমরা মাথানত করব না। আমরা নিজেদের অধিকারের আন্দোলন ও লড়াইয়ের মধ্য দিয়ে তা আদায় করব। আমাদের বেঁচে থাকার অধিকার, আমরা প্রতিষ্ঠা করবই করব। রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে অভিযোগ করে ফখরুল বলেন, সরকারের নিয়ন্ত্রণে এখন বিচার ব্যবস্থা চলছে। তার প্রমাণ খালেদা জিয়ার মামলার রায়। এ সরকার প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশের বিচার ও প্রশাসন ব্যবস্থাকেও তারা ধ্বংস করে দিয়েছে। আজকে দেশ আর গণতান্ত্রিক দেশ নেই, স্বৈরতান্ত্রিক দেশে পরিণত হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র মানেই খালেদা জিয়া। তাই আজকে তার মুক্তির দাবিতে অনশন করছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া কোন নির্বাচন হতে পারে না। এ ধরনের কোন নির্বাচন হতে দেয়া হবে না। ২০১৪ সালের ৫ জানুয়ারির পুনরাবৃত্তি আর হতে দেয়া হবে না। তিনি বলেন, যারা আমাদের সঙ্গে সংলাপে বসবেন তাদের আমরা চিনি। তাই আমাদের ধোঁকা দেবেন তা হবে না। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, একদিকে সংলাপ অন্যদিকে খালেদা জিয়ার সাজা বৃদ্ধি কোন ভাল আলামত নয়। সরকার একদিকে সংলাপের কথা বলে আর অপরদিকে ব্যাপকভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে। খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, আমরা ভেবেছিলাম আমাদের নেত্রী খালাস পাবেন। কিন্তু ৫ বছর থেকে সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে, যা নজিরবিহীন। আমরা এটা গ্রহণ করি না। মওদুদ বলেন, শুধু সেøাগান দিলে কি আমাদের নেত্রীর মুক্তি হবে? এ সময় নেতাকর্মীরা না সূচক উত্তর দিলে মওদুদ বলেন, তাহলে কী করতে হবে? নেতাকর্মীরা আন্দোলন আন্দোলন বলে সেøাগান দিতে থাকলে তিনি বলেন, আন্দোলনের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিন, সেটি করলেই নেত্রী মুক্তি পাবেন। আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যতদিন পর্যন্ত আমাদের নেত্রীর মুক্তি এবং নিরপেক্ষ সরকারের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সংলাপে যে সাত দফা দাবির ভিত্তিতে কথা হবে সেই দাবির মধ্যে খালেদা জিয়ার মুক্তির কথাও আছে। আমাদের সঙ্গে যে সংলাপ শুরু হয়েছে, তার সমাধান করা ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না। তিনি বলেন, যারা অন্যায় করে ক্ষমতায় আছে, তারা আরও অন্যায় করে ক্ষমতায় থাকতে চায়। তবে সরকার এতদিন বলেছে সংলাপ হবে না। কিন্তু জনগণের ও বন্ধুদের চাপে সংলাপ করতে তারা বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, সরকার যত কিছুই করুক না কেন, সাত দিনের মধ্যে সবকিছু ধুলোয় মুছে যাবে। আর বিএনপির গঠনতন্ত্র নিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তা সংবিধান পরিপন্থী। কারণ, কারও সংগঠনে কে আসল আর কে গেল তা তাদের নিজস্ব সিদ্ধান্ত। কোন নেতাকে গ্রহণ করবেন আর কাকে গ্রহণ করবেন না তা জনগণ ঠিক করবে। সকাল ১০টা থেকে অনশন কর্মসূচী শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ মির্জা ফখরুলসহ দলের সিনিয়র নেতাদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!