ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

অহেতুক বিদেশে ঘোরাঘুরি করে কোন লাভ হবে না ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫৭, ১৪ সেপ্টেম্বর ২০১৮

অহেতুক বিদেশে ঘোরাঘুরি করে কোন লাভ হবে না ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ নিউইয়র্ক সফররত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অহেতুক বিদেশে ঘোরাঘুরি করে কোন লাভ হবে না। নির্বাচন যথাসময়েই হবে। কেউ ঠেকাতে পারবে না। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরই) সংগঠনটির সাবেক সভাপতি মোস্তাক হোসেনের স্মরণে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলীর সঞ্চলনায় স্মরণসভায় সংগঠনের সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, মাহফুজুর রহমান ও সাখাওয়াত হোসেন বাদশা বক্তব্য রাখেন। মোহাম্মদ নাসিম বলেন, বড় দলগুলো ভেতরে ভেতরে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। নির্বাচন দেশে হবেই। মুখে যে যত কথাই বলুক, বড় দলগুলো মাঠেময়দানে প্রস্তুতি নিচ্ছে। ভেতরে ভেতরে সবাই প্রস্তুত হচ্ছে, আর বাইরে ফাঁকা আওয়াজ দিচ্ছে। এ আওয়াজ দিচ্ছে যাতে কিছু আদায় করা যায় কিনা। তিনি বলেন, এই নির্বাচনের মাঠে যত বেশী দল আসবে, আসুক, আমরা তাদের স্বাগত জানাই। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আজকে তথ্যপ্রযুক্তির যুগ, ইলেক্ট্রনিক মিডিয়ার যুগ, কেউ কোথাও কিছু করতে পারবে না। এক মুহূর্তে সমস্ত খবর সবার কাছে চলে যাবে। তাহলে কেন আমরা নিজেরা এমন হুমকি দেবÑ একজনকে ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না। বিএনপিকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, আপনারা যদি ইলেকশন করতে না চান, ভাল কথা। এর খেসারত আপনাদের দিতে হবে। একবার তো খেসারত দিয়েছেন, আবার দিতে হবে। কিন্তু ইলেকশন বাদ দিয়ে, ইলেকশন ঠেকিয়ে কোন লাভ হবে না। এ দেশে কেউ কোনদিন ইলেকশন ঠেকাতে পারেনি। ১৯৭০ সালেও বড় বড় নেতা সেøাগান দিয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধুর দৃঢ় প্রতিজ্ঞতার কারণে এ দেশে নির্বাচন হয়েছিল। সুতরাং ইলেকশন কেউ ঠেকাতে পারবে না।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!