ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় শ্রেণীর সেঁজুতির চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৮, ২৩ এপ্রিল ২০১৮

দ্বিতীয় শ্রেণীর সেঁজুতির  চিঠির জবাব  দিলেন প্রধানমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ নারায়ণগঞ্জের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সৈয়দা রওনক জাহান সেঁজুতির চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠির সঙ্গে তাকে নিজের একটি ছবিও পাঠিয়েছেন তিনি। সেঁজুতি তার চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দাদুর মতো দেখতে, বিশেষ করে প্রধানমন্ত্রীর নাক তার দাদুর মতো বলে উল্লেখ করে। দাদুকে হারিয়ে ভাল নেই বলেও চিঠিতে জানিয়েছে সে। খবর ওয়েবসাইটের সেঁজুতির চিঠির জবাবে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রিয় সেঁজুতি, তোমার চিঠি পেয়েছি। আমার স্নেহ ও শুভেচ্ছা গ্রহণ কর। আশা করি তুমি বাবা, মা বন্ধুদের নিয়ে খুব ভালো আছো। আমি তোমার চিঠিটি কয়েকবার পড়েছি। তোমার দাদুর জন্য দোয়া করেছি। তোমার দাদুকে মহান আল্লাহ রাব্বুল আ’লামীন বেহেশত নসিব করুন। তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। নিয়মিত স্কুলে যাবে। বাবা-মায়ের কথা শুনবে এবং বড় হয়ে দেশের সেবা করবে। তোমার জন্য আমার একটি ছবি পাঠালাম। অনেক অনেক দোয়া রইল আর আদর রইল।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব ভালোবাসে জানিয়ে সেঁজুতি তার চিঠিতে বলেছে, ‘তোমাকে টিভিতে দেখলে আমার দাদুর কথা মনে পড়ে।’ প্রধানমন্ত্রীকে তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে শিশুটি লিখেছে, ‘তুমি আমাদের বাসায় বেড়াতে এসো।’ ‘ইতি তোমার স্নেহের সেঁজুতি’ লিখে চিঠি শেষ করেছে সে। নারায়ণগঞ্জের সোনাগাঁ উপজেলার মোগরাপাড়ায় সেঁজুতির বাড়ি। চিঠির নিচে সে তার পুরো ঠিকানা ও ফোন নম্বরও দিয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবীর প্রধানমন্ত্রীর ওই চিঠির জবাব দেয়ার সত্যতা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!