ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

জামায়াত নিষিদ্ধের আইন প্রস্তুত ॥ আনিসুল হক

প্রকাশিত: ০৫:০০, ৬ এপ্রিল ২০১৮

জামায়াত নিষিদ্ধের  আইন প্রস্তুত ॥ আনিসুল হক

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৫ এপ্রিল ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধের একটি আইন এখন মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য প্রস্তুত। এ আইনটি যে কোন সময় সংশ্লিষ্ট সভায় উপস্থাপন করা হবে। এই আইন সভায় অনুমোদন হলে তা সংসদে যাবে। তারপরই জামায়াত নিষিদ্ধ বাস্তবায়ন করা হবে। জামায়াত নিষিদ্ধের আইনটি শুধুই কি জামায়াতের জন্য সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, কোন দল, সংগঠন বা ব্যক্তি যে-ই মানবতাবিরোধী অপরাধ করুক না কেন, তাকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার লক্ষ্যেই মূলত আইনটি সংশোধন করা হচ্ছে। তিনি বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা এ্যাডভোকেট সমিতির নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদানকালে এ কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার জামিন নিয়ে যে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, এটি বিএনপির একটি রাজনৈতিক বোমাবাজি। মামলাটি দুদকের। যা এখন সুপ্রীমকোর্টের আপীল বিভাগে শুনানির পর্যায়ে। ফলে বিষয়টি আদালতের এখতিয়ার, তাতে সরকারের কোনই হস্তক্ষেপ নেই। এছাড়াও ধর্ষণের শাস্তি নিয়ে নতুন কোন আইন প্রণয়ন করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ধর্ষণের শাস্তি মৃত্যুদ- এমন আইন আছে। ফলে এ নিয়ে নতুন কোন আইন করার চিন্তা সরকারের নেই। সংশ্লিষ্ট বারের সভাপতি এ্যাডভোকেট আফিল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি এ্যাডভোকেট লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি এ্যাডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ-৪ আসনের এমপি এ্যাডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মোঃ জহিরুল হক, যুগ্ম-সচিব বিকাশ কুমার সাহাসহ প্রমুখ ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ও পুলিশ সুপার বিধান ত্রিপুরাসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!