ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকার কোন দিন বাস্তবায়ন হবে না ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:২৩, ৪ ডিসেম্বর ২০১৭

তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকার কোন দিন বাস্তবায়ন হবে না ॥ তোফায়েল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমরা বিএনপিকে বলেছি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। ২০১৪ সালের ৫ জানুয়ারি তারা নির্বাচন না করে তাদের ভুল হয়েছে। আমরা আশাকরি এই ভুল বিএনপি আর করবে না। কোন দাবি-দাওয়া, কোন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তারা যেই চিন্তা-ভাবনা করছে যে তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকারÑ এটা কোনদিন বাস্তবায়ন হবে না। এগুলো কোনদিন আলোর মুখ দেখবে না। সুতরাং নির্বাচন করতে হলে বর্তমান সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচনটা করতে হবে। এই বাইরে বিকল্প কিছু নেই। তিনি রবিবার গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল আদর্শ কলেজ মাঠে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ছাত্র-যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে যুবসমাজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা ভবিষ্যতে বাংলাদেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ সম্পূর্ণরূপে বন্ধ করব। তিনি যুবাদের উদ্দেশে বলেন, ১৮ বছরের আগে বিয়ে নয় আর ২০ বছরের আগে সন্তান নয়।
×