ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাত্র ও শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৭, ২০ নভেম্বর ২০১৭

শ্রীপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাত্র ও শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে পৃথক ঘটনায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থী ও এক শ্রমিক মারা গেছে। শ্রীপুর মডেল থানার এসআই জানান, উপজেলার ধনুয়া গ্রামের আরফান আলীর ছেলে রাজীব আহমেদ শনিবার রাতে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলার সময় বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। সে স্থানীয় তেলিহাটি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) অংশগ্রহণ করার কথা ছিল। অপরদিকে একই থানার বহেরারচালা এলাকার এক্স সিরামিক্স কারখানায় কাজ করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক আমজাদ হোসেন (৩২) বিদ্যুতস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে সে মারা যায়। আমজাদ হোসেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিদলা গ্রামের দেওয়ান আলীর ছেলে।
×