ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

গলা কেটে হত্যার দুই মাস পর যুবলীগ নেতার বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৫২, ৯ অক্টোবর ২০১৭

গলা কেটে হত্যার দুই মাস পর যুবলীগ নেতার বস্তাবন্দী লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৮ অক্টোবর ॥ রূপগঞ্জে মাদক বিক্রয়ের প্রতিবাদ করায় মাদক বিক্রেতা আজিজুল হকসহ তার সহযোগীরা মনির হোসেন (২৫) নামে এক যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যাকা-ের দুই মাস পর গ্রেফতারকৃত আজিজুলের স্বীকারোক্তি অনুযায়ী রবিবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব খালপাড় এলাকায় মাটিতে পুঁতে রাখা বস্তাবন্দী অবস্থায় ওই যুবলীগ নেতার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মনির হোসেন ওই এলাকার সেরাজ উদ্দিনের ছেলে। এছাড়া তিনি ২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া আজিজুল হক একই এলাকার তাহাজ উদ্দিনের ছেলে। ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়া জানান, গত ৯ আগস্ট রাতে মনির হোসেন নিখোঁজ হয়। থানায় জিডি, মসজিদে মাইকিং ও সম্ভাব্যস্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় অপহরণের পর গুম করে হত্যার আশঙ্কা করে নিখোঁজ মনির হোসেনের পরিবার। এরপর ১২ আগস্ট তার স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। গত ৭ সেপ্টেম্বর সাধারণ ডায়েরিটি অপহরণ মামলা হিসেবে রুজু করা হয়। ওই মামলায় আসামি করা হয়, বিরাব খালপাড় এলাকার তাহাজ উদ্দিনের ছেলে আজিজুল হক, শান্তিপুর এলাকার মজিবুর রহমানের ছেলে সিয়েম, বোরহান উদ্দিনের ছেলে বাদল, লতিফ মিয়ার ছেলে জসীম ও বিরাব এলাকার খালেক মিয়ার ছেলে মামুনকে। গত ৭ অক্টোবর শনিবার রাতে মামলার প্রধান আসামি আজিজুল হককে হবিগঞ্জ জেলার বানিয়ারচর উপজেলার বড় বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে আজিজুলের স্বীকারোক্তি অনুযায়ী মনির হোসেনের লাশ খালপাড় এলাকার পুকুর পাড়ে পুঁতে রাখা বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে পুলিশ। মনির হোসেনকে জবাই করে হত্যার পর বস্তাবন্দী করে মাটিতে পুঁতে রেখেছে স্বীকার করেছেন গ্রেফতারকৃত আজিজুল হক ।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!