ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

খবর প্রকাশের পর ভাতার টাকা পাচ্ছে প্রতিবন্ধীরা

প্রকাশিত: ০৪:৪০, ১০ জুলাই ২০১৭

খবর প্রকাশের পর ভাতার টাকা পাচ্ছে প্রতিবন্ধীরা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ জুলাই ॥ শনিবারের জনকণ্ঠে ‘নওগাঁয় প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাত’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বদলগাছী উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের টনক নড়ে। প্রতিবন্ধী ভাতার আত্মসাতকৃত টাকা অবশেষে ফেরত দিতে শুরু করেছে ইউপি মেম্বাররা। তারা অবস্থা বেগতিক হবে জেনে গ্রাম পুলিশ মারফত প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে তিন হাজার ৬শ’ টাকা করে ফেরত দিয়ে আসতে শুরু করেছে। এমনকি দু’এক জনের ভাতার কার্ড করে দেয়ার নামে বকশিশের টাকাও ফেরত দিচ্ছে বলে কয়েকজন অভিভাবক জানিয়েছে। বৃহস্পতিবার বদলগাছী ইউনিয়নের নতুন ভাতাপ্রাপ্ত ৩০ প্রতিবন্ধীর ভাতা প্রদান করা হয়। ইউপি মেম্বাররা কৌশলে তাদের ভাতা বই হাতিয়ে নেয়। তারা স্বাক্ষর নিয়ে সোনালী ব্যাংক, বদলগাছী শাখা থেকে ১ জুলাই ২০১৬ থেকে ৩০ জুন ২০১৭ পর্যন্ত ২৬ প্রতিবন্ধীর মোট ১২ মাসের ৬শ’ টাকা হারে সাত হাজার ২শ’ টাকা করে এক লাখ ৮৭ হাজার ২শ’ টাকা উত্তোলন করে। টাকা উত্তোলনের পর জনপ্রতি তিন হাজার ৬শ’ টাকা করে প্রদান করে এবং অবশিষ্ট ৯৩ হাজার ৬শ’ টাকা আত্মসাত করে ভাগ করে নেয়। চট্টগ্রামে জাল নোট চক্রের ৪ সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে জাল টাকার ব্যবসায়ী সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫২ হাজার টাকার জালনোট। শনিবার রাতভর নগরীর বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। সিএমপি সূত্রে জানানো হয়, রবিবার ভোর ৬টা পর্যন্ত এ অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতাররা হলো মনিরুল ইসলাম, ফোরকান, রাজিব ধর এবং সোহেল। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫২ হাজার টাকার জাল নোট। কোরবানি ঈদ সামনে রেখে এরা জাল টাকা ছড়িয়ে দেয়ার মিশনে নেমেছিল। দীর্ঘ দিন তারা এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। স্বনির্ভর করতে প্রশিক্ষণ সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৯ জুলাই ॥ রবিবার দুপুরে পীরগঞ্জ উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬০ প্রধান শিক্ষকের অটিজমসহ একীভূত শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টার ও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে গত ৫ জুলাই প্রশিক্ষণ শুরু হয়ে রবিবার সমাপ্ত হয়েছে। অটিজম শিশুদের মানসম্মত শিক্ষা দিয়ে তাদের স্বনির্ভর করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। শিক্ষকদের প্রশিক্ষণ দেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, ঠাকুরগাঁও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার যথাক্রমে মোফাজ্জল হোসেন, আনিসুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। বোমা মেশিন বন্ধে নাটক মঞ্চস্থ স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ তেঁতুলিয়ায় প্রকাশ্যে অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন চলছে। তেঁতুলিয়ায় অবৈধ বোমা মেশিন বন্ধ করে এ এলাকার প্রাণ প্রকৃতির সুরক্ষা ও ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তির লক্ষ্যে পঞ্চগড়ের নাট্য সংগঠন ‘ভূমিজ’ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ভজনপুর বাসস্ট্যান্ডে এ উপলক্ষে সংগঠনটি সচেতনতামূলক আলোচনা সভা ও নাটক মঞ্চস্থ করে। আলোচনায় স্থানীয় এমপি সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, জেলা প্রশাসক অমল কৃষ্ণ ম-ল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন রায় প্রমুখ বক্তব্য রাখেন।
×