ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

প্রতারণা করে ২০ কোটি টাকা হাতিয়ে শিবির নেতা লাপাত্তা

প্রকাশিত: ০৫:৩৯, ১০ মে ২০১৭

প্রতারণা করে ২০ কোটি টাকা হাতিয়ে শিবির নেতা লাপাত্তা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ প্রতিমাসে বিপুল মুনাফার লোভ দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে গেছে শিবির নেতা আহবাব আহমদ। গত শনিবার থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ভুক্তভোগীরা। এক লাখ টাকায় এক মাসে ২০ হাজার টাকা লভ্যাংশ প্রদানের লোভ দেখিয়ে বিভিন্ন পেশাজীবী, এমনকি নিজ দলের নেতাকর্মীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আনুমানিক ২০ কোটি টাকা হাতিয়ে নেন সিলেট জেলা ছাত্রশিবিরের সহসভাপতি আহবাব আহমদ। অনেকে লোভে পড়ে ১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করে আহবাবের কথিত ব্যবসায় অংশীদার হয়েছিল। জানা যায়, কারও সঙ্গে লেয়ার মুরগির খাদ্যের ব্যবসা আবার কাউকে সিলেটের ইবনে সিনা হাসপাতালের শেয়ার বিক্রির ভুয়া চুক্তিপত্র দিয়ে প্রতারণা করেছে এই শিবির নেতা। স্থানীয়রা জানায়, প্রতারক এই শিবির নেতা আহবাব গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ছত্রিশ গ্রামের রিয়াজ উদ্দিনের বড় ছেলে। আর্থিক অবস্থা ভাল না থাকায় বিভিন্ন বাড়িতে প্রাইভেট পড়াত সে। গত কয়েক বছর থেকে তার চলাফেরায় পরির্বতন আসে। একে একে ৪টি সিএনজি অটোরিক্সা ও একটি পিকআপ ভ্যানসহ দামী মোটরসাইকেলের মালিক হয় সে। প্রতারণার শিকার অনেকেই এখন আহবাবের খোঁজে তার বাড়িতে গিয়ে ও কোন খোঁজ পাচ্ছেন না। আহবাবকে বাড়িতে না পেয়ে প্রতারণার শিকার বেশ কয়েকজন ইতোমধ্যে তার বাড়ি থেকে ফ্রিজ, টিভি, খাট, ৪টি সিএনজি অটোরিক্সা, একটি পিকআপ ভ্যান, শ্যালো মেশিন ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে। স্থানীয় বাজারের ব্যবসায়ী আবদুল কুদ্দুস টিপু জানায়, চলতি বছরের ২৯ মার্চ ফার্মের মুরগির খাবারের ব্যবসার কথা বলে চতুর আহবাব তার কাছ থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা নিয়ে এক টাকাও ফেরত দেয়নি।
×