ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ফ্লোরিডায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

প্রকাশিত: ০৪:৫১, ১৯ মার্চ ২০১৭

ফ্লোরিডায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পালিত হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন। ১৭ মার্চ শুক্রবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পামবীচের একটি হোটেল অডিটরিয়ামে ফ্লোরিডা আওয়ামী লীগ, ফ্লোরিডা যুবলীগ, ফ্লোরিডা স্বেচ্ছাসেবক লীগ, ফ্লোরিডা মহিলা লীগের উদ্যোগে জন্মদিনের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্লোরিডা আওয়ামী লীগ সভাপতি ও বহুজাতিক চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম রহমান জহির। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিব্বীর আহমেদ। শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এর পর নেতৃবৃন্দ এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ফ্লোরিডা স্টেট আওয়ামী যুবলীগের সভাপতি দয়ান চৌধুরী, সাধারণ সম্পাদক রমিজ উদ্দীন, ফ্লোরিডা আওয়ামী মহিলা লীগ সভাপতি মুনসারি খানম সীমা, সাধারণ সম্পাদক শামছুন নাহার, সুলতানা আক্তার, ফ্লোরিডা আওয়ামী লীগের উপদেষ্টা আমির আলী চৌধুরী, মোহাম্মদ এমরান, ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ যুগ্মসম্পাদক আইয়ুব আলী, যুবলীগ সহসভাপতি আলি আক্কাস, রফিকুল ইসলাম, উত্তম দে, হাফিজুর রহমান, মোঃ খোরশেদ, অসীম রয়, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জনি, রুবাইয়া ও রুনু। ভিয়েনা ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ সন্ধ্যায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার আলটেলায় ‘বঙ্গবন্ধুর জন্মদিন’ শীর্ষক এক আলোচনা সভা ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, সিরাজ চৌধুরী, অস্ট্রিয়া আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইয়াসিম মিয়া বাবু, যুগ্ম-আহ্বায়ক ফসিয়ার শেখ, সদস্য সচিব সাইদ শেখ, জালালাবাদ সমিতির সভাপতি গাজী মোহাম্মদ প্রমুখ। Ñবিজ্ঞপ্তি
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!