ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বিচারপতি অপসারণ

ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে আপীল শুনানি ৮ মে

প্রকাশিত: ০৭:৫৮, ৮ মার্চ ২০১৭

ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে আপীল শুনানি ৮ মে

স্টাফ রিপোর্টার ॥ বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপীল শুনানিতে দুই মাস সময় দিয়েছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। আপীল শুনানির জন্য আগামী ৮মে সময় নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে আবেদনকারীদের পক্ষে ছিলেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ। এছাড়াও এ মামলায় আপীল বিভাগের নিয়োগপ্রাপ্ত এ্যামিকাস কিউরি ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল ও এমআই ফারুকী উপস্থিত ছিলেন। এদিকে ড. কামাল হোসেন তার লিখিত মতামত প্রস্তুত করেছেন বলে আদালতকে জানিয়েছেন। চাইলে দাখিল করতে পারবেন। বাকি এ্যামিকাস কিউরিদেরও (আদালতের বন্ধু বা আইনী সহায়তাকারী) দ্রুত লিখিত মতামত জমা দেয়ার জন্য আদালত অনুরোধ জানিয়েছেন।
×