ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

পল্লবীতে নারীর আত্মহত্যা, নাখালপাড়ায় ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু

প্রকাশিত: ০৬:১২, ২২ অক্টোবর ২০১৬

পল্লবীতে নারীর আত্মহত্যা, নাখালপাড়ায় ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবীতে এক নারী আত্মহত্যা করেছেন। নাখালপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ সব তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর পল্লবীতে খুরশিদা পারভিন (৪৪) নামে এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেলে পুলিশ পল্লবী থানাধীন মিরপুর ১০ নম্বর সেকশনের ১০ নম্বর লেনের ২১/১৪ নম্বর বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শহীদুল ইসলাম জানান, দুপুরে স্থানীয়রা ওই বাড়িতে এক নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে বিকেলে পুলিশ গিয়ে সেখান থেকে খুরশিদা পারভিন নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে এসআই শহীদুল জানান, তিনি মানসিক রোগে ভুগছিলেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এসআই শহীদুল ইসলাম ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু ॥ এদিকে একইদিন ভোরে রাজধানীর নাখালপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার ভোর ৬টার দিকে ওই ব্যক্তি নাখালপাড়া রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে সাদা ও নীল রঙয়ের হাফ হাতা গেঞ্জি ও গোলাপী রঙের ট্রাউজার ছিল।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!