ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কুমিরের সঙ্গে ১৫ মিনিট!

প্রকাশিত: ২১:৩১, ১১ অক্টোবর ২০১৬

কুমিরের সঙ্গে ১৫ মিনিট!

অনলাইন ডেস্ক॥ কেজ অফ ডেথ বা মৃত্যুর খাঁচা। ১৫ মিনিট পানির নীচে খাঁচাবন্দি অবস্থায় থাকতে হবে। খাঁচাবন্দি থাকাকালীন সময়ে পর্যটকরা দেখতে পারবেন ১৬ ফুটের কুমিরকে। মজার বিষয় হচ্ছে, এখনও পর্যন্ত কেউ এই খাঁচায় মারা যাননি। আর এই কেজ অফ ডেথ-ই পর্যটকদের টানছে অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির ডারউইন শহরে। প্রতি ২ কিলোমিটারে কমপক্ষে একটি বড় কুমির চোখে পড়বেই। এই কারণেই ‘কুখ্যাত’ মেরি নদী। এই নদীর সংলগ্ন শহর হল ডারউইন। মাত্র ১০০ কিলোমিটারের দূরত্ব। আর এখানেই গড়ে উঠেছে ক্রোকোসরাস কোভ। কুমিরদের নিয়ে একটা পার্ক। এখানে কুমির সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের জন্য রয়েছে কেজ অফ ডেথ। নোনাজলের হিংস্র কুমিরের সামনে খাঁচাবন্দি অবস্থায় ছেড়ে দেওয়া হয় পর্যটকদের। মৃত্যুর মুখে না পড়লেও, ১৬ ফিটের বিশালাকার কুমির দেখে বুক দুরুদুরু করাটা স্বাভাবিক। পরিস্থিতি যাতে খারাপ না হয়, তার জন্য সতর্ক থাকে পার্ক কর্তৃপক্ষ। পর্যাপ্ত ট্রেনিংয়ের পরই কুমির দর্শনের সুযোগ দেওয়া হয়।
×