ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৮:৩৩, ৯ আগস্ট ২০১৬

ফজিলাতুন্নেছা মুজিবের  জন্মবার্ষিকী  পালিত

বিশেষ প্রতিনিধি ॥ সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, স্মৃতিচারণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে সোমবার স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জš§বার্ষিকী পালিত হয়েছে। সকাল সাড়ে আটটায় আওয়ামী লীগের পক্ষ থেকে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাহবুব-উল আলম হানিফ, ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুল মতিন খসরু, ড. আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, আফজাল হোসেন, অসীম কুমার উকিল, এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শাহে আলম মুরাদ, উত্তরের সাদেক খান, যুবলীগের ওমর ফারুক চৌধুরী, হারুনুর রশীদ, যুব মহিলা লীগের নাজমা আক্তার, অপু উকিল, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ। পরে সেখানে বঙ্গমাতাসহ ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পরে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগসহ অজস্র সংগঠন বঙ্গমাতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জš§বার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে মায়ের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বেচ্ছাসেবক লীগ বেলা এগারোটায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মোল্লা মোঃ আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি। বাদ আছর বঙ্গমাতার জš§বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও গৃহায়নমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিকেলে টিএসসিতে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসাইনের পরিচালনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা বক্তৃতা করেন। বঙ্গমাতার জš§বার্ষিকীতে পথশিশুদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ করে যুব মহিলা লীগ। বাদ আসর মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
×