ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগকে সজাগ থাকার আহ্বান

প্রকাশিত: ০৮:৪৪, ২৪ জুলাই ২০১৬

ছাত্রলীগকে সজাগ থাকার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বাংলাদেশে আইএসের কোন অস্তিত্ব নেই। দেশের কিছু বিপদগামী তরুণের মগজ ধোলাই করে সন্ত্রাসী পথে নামাচ্ছে বিএনপি-জামায়াত জোট। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে তারাই জঙ্গীবাদের সৃষ্টি করেছে। সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে এখন জঙ্গীবাদের মদদ দিয়ে, অর্থ দিয়ে পৃষ্ঠপোষকতা করছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এসব ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা জঙ্গীমুক্ত দেশ গড়তে সক্ষম হবই। শনিবার বিকেলে তেজগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এ্যান্ড সিরামিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উত্তরের সাবেক সভাপতি এবিএম মাজহার আনাম, এসএম রবিউল ইসলাম সোহেল, আজিজুল হক রানা প্রমুখ। সভা পরিচালনা করেন উত্তরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ। মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হচ্ছে, তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া যে কোনভাবে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছেন। এর আগে বিশ্বে ইসলামের শত্রু ইসরাইলের মোসাদের সঙ্গে গোপন বৈঠক করেছে। আর এই বৈঠকের পরই দেশে গুপ্তহত্যা ও জঙ্গীবাদ বেড়ে গেছে। তিনি বলেন, দুর্নীতির অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান দুর্নীতির বরপুত্র তারেক রহমানের সাজা হয়েছে। এখন তার মা খালেদা জিয়ারও বিচার হবে। আজকে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এজন্য ছাত্রলীগকে সজাগ ও সর্তক থাকতে হবে। পাড়া-মহল্লায় ছাত্রলীগের নেতৃত্বে জঙ্গীবিরোধী কমিটি গঠন করতে হবে। ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে এই ছাত্রলীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল। এখন শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গীমুক্ত দেশ গড়তে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রাখবে। ছাত্রলীগের একটি নেতা-কর্মীর শরীরে রক্ত থাকা পর্যন্ত কেউ দেশ নিয়ে চক্রান্ত করে সফল হতে পারবে না।
×