ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

জঙ্গী হামলায় ফুঁসে উঠছে জনতা

প্রকাশিত: ০৪:২৯, ১৮ জুলাই ২০১৬

জঙ্গী হামলায় ফুঁসে উঠছে জনতা

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গী হামলা ও তৎপরতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে দেশের সাধারণ জনগোষ্ঠী। রবিবারও বিভিন্ন জেলায় জঙ্গীবিরোধী সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। কোন কোন জেলায় জঙ্গীবিরোধী কর্মশালায় যোগ দিয়েছে মসজিদের ইমাম-মোয়াজ্জিন। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : খুলনা ॥ গুলশানে হলি আর্টিজান রেস্তরাঁয় ও শোলাকিয়া ঈদগাহ ময়দানে বর্বর জঙ্গী হামলাসহ সকল জঙ্গী তৎপরতার বিরুদ্ধে খুলনা নৌপরিবহন মালিক গ্রুপসহ সকল শ্রেণীর ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে রবিবার দুপুরে প্রতিবাদ সমাবেশ নৌপরিবহন মালিক গ্রুপের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি, খুলনা নৌপরিবহন মালিক গ্রুপ ও মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব এ্যাডভোকেট সাইফুল ইসলাম। বক্তব্য রাখেনÑ খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, নৌপরিবহন মালিক গ্রুপের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান খান পল্টু, সহ-সভাপতি এসএম আকবর হোসেন প্রমুখ। সিলেট ॥ দেশব্যাপী সাম্প্রতিক জঙ্গী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারি এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের গেটে সংঘটিত জঙ্গী হামলায় জড়িত জঙ্গীগোষ্ঠী এবং তাদের মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। দিনাজপুর ॥ রবিবার বিকেলে ১৪ দলের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ১৪ দলের সমন্বয়কারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ ১৪ দলের নেতা বজলুল হক, আলাউদ্দীন, শরিফুল আহসান লাল, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, এ্যাডভোকেট লিয়াকত আলী, সহিদুল ইসলাম, রবিউল আউয়াল খোকা, হবিবর রহমান, তারিক লিটন প্রমুখ। ফরিদপুর ॥ আলফাডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরে এ কর্মসূচী পালিত হয়। জঙ্গীবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতার শক্রদের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাজারের চৌরাস্তায় সমবেত হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তানভীর আকতার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এমএম মেহেদী হাসান প্রমুখ। রংপুর ॥ আদালত চত্বরে জঙ্গী হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোঃ কামরুজ্জামানের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেয়া হয় বলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সূত্রে জানা গেছে। রবিবার দুপুরে রংপুর জজকোর্টের কনফারেন্সরুমে প্রেস ব্রিফিং করে জঙ্গী হামলার আশঙ্কার কথা জানান অতিরিক্ত জেলা দায়রা জজ। রবিবার সকাল থেকে আদালতের প্রধান ফটকসহ তিনটি প্রবেশদ্বারে চারজন করে পুলিশ সদস্য ছাড়াও সাদা পোশাকে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এছাড়াও বিচারকের গাড়ি, বাসভবন ও আদালতের গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাইবান্ধা ॥ রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচী পালন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখা। ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা সভাপতি মমতাজুর রহমান বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ রেবতী বর্মণ, মোছাদ্দেক আহমেদ বুলবুল, জাহাঙ্গীর আলম, প্রণব চৌধুরী, দেলোয়ার হোসেন, অধ্যাপক মতিয়ার রহমান, কৃষ্ণ চন্দ্র, কামরুল ইসলাম, মকছেদুর রহমান, আব্দুল হামিদ, জেসি প্রমুখ। সাতক্ষীরা ॥ জঙ্গীবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়েছে। রবিবার দুপুর দুটোয় জেলা থ্রি-হুইলার, মাহিন্দ্র মালিক ও চালক লীগ এ প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে। মিছিল শেষে শহীদ আলাউদ্দিন চত্বরে জেলা থ্রি-হুইলার, মাহিন্দ্র মালিক ও চালক লীগের সভাপতি শেখ মাসুমের সভাপতিত্বে সমাবেশ হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শেখ হারুণ উর রশীদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাহি আলম, শরিফুল ইসলাম, বজলুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। মুন্সীগঞ্জ ॥ রবিবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জঙ্গীবিরোধী কর্মশালায় চার শ’ মসজিদের পেশ ইমাম অংশ নেয়। ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক কর্মশালায় প্রধান বক্তা ছিলেন ঢাকার তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ড. মাওলানা মুশতাক আহমদ। প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মীর মাহফুজুল হক, পৌর মেয়র ফয়সাল বিপ্লব, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মহীউদ্দিন মজুমদার, সিভিল সার্জন ডাঃ শহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, রামপাল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান, প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি শহিদুল ইসলাম ও মুফতি সরওয়ার হোসাইন। নওগাঁ ॥ রবিবার দুপুরে মুক্তি কমিউনিটি সেন্টারে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশালা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সৈয়দ আমিন উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক বিবিএম পিপিএম, ঢাকার মিরপুরের শায়খুল হাদীস জামিয়া মোহাম্মাদিয়া আরাবিয়ার মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান, ঢাকার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!