ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঁচবিবিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৪:১৪, ২২ জানুয়ারি ২০১৬

পাঁচবিবিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২১ জানুয়ারি ॥ জেলার পাঁচবিবি উপজেলার ফিচকার ঘাট নামক এলাকায় বুধবার গভীর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আয়নাল হোসেন রানা(২৮) নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছে। জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে রাতেই বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার গভীর রাতে ভটভটি যোগে আলুর বস্তার ভেতর অস্ত্র ও গাঁজা নিয়ে আয়নাল হোসেন রানা ও তার দলবল কামদিয়া থেকে পাঁচবিবির উদ্দেশ্যে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পথিমধ্যে পুলিশের একটি টহল দল তাদের আটকানোর চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় বন্দুকযুদ্ধে রানা গুলিবিদ্ধ হয়। পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম জানান, এ সময় মাদক ব্যবসায়ীদের আক্রমণে পুলিশের এক এএসআই আলমাস এবং কনস্টেবল রতন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২ কেজি গাঁজাসহ একটি ভটভটি উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ রানার বিরুদ্ধে পাঁচবিবি থানায় ৫টি মাদকের মামলা রয়েছে এবং সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার মাদকের মামলায় সে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। চবিতে সংখ্যালঘু ছাত্র হলের ভিত্তি স্থাপন চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু ছাত্রদের জন্য একটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ‘বৌদ্ধ ও অন্যান্য সংখ্যালঘু ছাত্র হল’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হলটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১১ কোটি ৪৪ লাখ টাকা। পাঁচতলার ফাউন্ডেশন হলেও আপতত চতুর্থ তলা পর্যন্ত নির্মিত হবে হলটি। আর এতে নিশ্চিত হবে ২২৫ ছাত্রের আবাসন ব্যবস্থা। হলটির ভিত্তিপ্রস্তর স্থাপনের পর পার্শ¦বর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য বলেন, ‘বৌদ্ধ ও অন্যান্য সংখ্যালঘু ছাত্রদের হল নির্মাণের দাবি দীর্ঘদিনের। এ হলের নির্মাণকাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ ও সংখ্যালঘু ছাত্রদের আবাসিক সুবিধা প্রদানের সুযোগ সৃষ্টি হবে।’ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা।
×