ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিলেট সওজ প্রকৌশলীর অপসারণ দাবি

প্রকাশিত: ০২:৪৩, ২১ অক্টোবর ২০১৫

সিলেট সওজ প্রকৌশলীর অপসারণ দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট সড়ক ও জনপথের (সওজ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী চন্দন কুমার বসাকের অপসারণ দাবি করেছেন ঠিকাদাররা। টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগ তুলে অপসারণের এ দাবিতে সিলেট সড়ক ও জনপথ কন্ট্রাকটর ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন আগামী ২৫ অক্টোবর সওজ ভবনের সামনে ঠিকাদাররা অবস্থান কর্মসূচী ঘোষণা করেছেন। বুধবার ঠিকাদারদের সভার সিদ্ধান্তের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচী ও দাবির কথা জানানো হয়। অভিযোগে উল্লেখ করা হয় কয়েকদিন পূর্বে একটি কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। এই দরপত্রে ১৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ৬টি প্রতিষ্ঠানের দরমূল্য সমান ছিল। কিন্তু এ ৬ প্রতিষ্ঠানকে না জানিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী তার পছন্দের দুইটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেন। প্রকৌশলীর কাছে এর ব্যাখা চাওয়া হলেও তিনি কোন উত্তর না দিয়ে অফিস থেকে চলে যান। সভায় উপস্থিত ছিলেন সিলেট সড়ক ও জনপথ কন্ট্রাকটর ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিলাদ আহমদ, দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন, সহ-সভাপতি আব্দুল কাহির, সহ-সাধারণ সম্পাদক মোজ্জামেল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, সদস্য আলী আকবর, আব্দুর রহিম, আব্দুল হান্নান, সুমন মিয়া প্রমুখ।
×