ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

রাজধানীর বাজারে কমেছে সবজির দাম

প্রকাশিত: ০৫:৩৬, ৩১ জানুয়ারি ২০১৫

রাজধানীর বাজারে  কমেছে সবজির  দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ হরতাল-অবরোধের মধ্যেও সরবরাহ বাড়ায় রাজধানীর কাঁচা বাজারে কমেছে সবজির দাম। দাম কমার তালিকায় রয়েছে ব্রয়লার মুরগি, ডিম, আলু, পেঁয়াজ ও ভোজ্যতেল। স্থিতিশীল রয়েছে চাল, আটা, চিনি ও ডালের দাম। তবে চলতি সপ্তায় রসুনের দাম বেড়েছে। বাড়তি দিকে মাছের দামও। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ভোগ্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। তবে হরতাল-অবরোধ না থাকলে এসব পণ্যের দাম আরও হ্রাস পেত বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতা ও ব্যবসায়ীরা এজন্য বিএনপি-জামায়াত-শিবিরের টানা হরতাল-অবরোধকে দায়ী করে সব ধরনের নাশকতা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। কাপ্তান বাজারের জামশেদ স্টোরের ম্যানেজার আব্দুল গনি মিয়া জনকণ্ঠকে বলেন, হরতাল-অবরোধের কারণে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে। তবে ঝুঁকি নিয়েই দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য নিয়ে আসার কারণে সব ধরনের ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, সরকার সড়ককে নিরাপত্তা জোরদার করতে পারলে পরিবহন ভাড়াও কমে আসবে। তখন জিনিসপত্রের দাম আরও হ্রাস পাবে। এদিকে, বাজারে কেজিতে ২ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৩৮ টাকায়। সয়াবিন তেল লুস লিটারে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ৯৫-১০০ টাকায়। ডিম ২ টাকা কমে প্রতিহালি ২৮-৩২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রসুনের কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০-৯৫ টাকায়। এছাড়া খুচরা বাজারে কিছুটা বেড়েছে মাছের দাম। বেশিরভাগ মাছ কেজিতে ৫০-১০০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতিকেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকায়; যা গত সপ্তাহের চেয়ে কেজিতে ৫০-১০০ টাকার মতো বেশি।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!