আয়োজনে আগতরা।
এসোসিয়েশন অফ আই ইউ বি এলামনাই অস্ট্রেলিয়া আইএনসি শনিবার (৩ ফেব্রুয়ারি) মেলবোর্নে আয়োজন করে ‘আড্ডা এবার মেলবোর্নে’।
আয়োজনের মূল লক্ষ্য ছিল মেলবোর্নে আই ইউ বি এলামনাইদের একত্রিত করে পুরানো স্মৃতিচারণ করা এবং ভবিষ্যতে মেলবোর্ন কেন্দ্রিক সামাজিক যোগাযোগ উন্নত করা।আয়োজনে যোগ দেন- এসোসিয়েশন অফ আই ইউ বি এলামনাই অস্ট্রেলিয়া আইএনসি-এর বর্তমান কার্যকরী পরিষদ সভাপতি কামরুল হাসান সুমন, সাধারণ সম্পাদক বেনজির হক বাধন, সহ-সভাপতি সৈয়দা আফসানা হক এবং কার্যকরী পরিষদের পরিচালক ফারজানা খান দিনা, ইমতিয়াজ আহমেদ মল্লিক, সাবরিনা আশরাফ লিরা, তসলিমা আহমেদ ছোয়া, কাওসার আক্তার রোজি।
এম হাসান