ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে আরও হামলা হবে

প্রকাশিত: ২১:৫৪, ৯ ডিসেম্বর ২০২২

ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে আরও হামলা হবে

ভ্লাদিমির পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে আর হামলা চালানোর অঙ্গীকার করেছেন। ধারাবাহিক এমন হামলার বিরুদ্ধে কঠোর বৈশ্বিক সমালোচনা সত্ত্বেও তিনি এমন প্রতিশ্রুতি ব্যক্ত করলেন। এদিকে এসব হামলায় শীতকালের শুরুতেই দেশটিতে লাখো মানুষ প্রচন্ড ঠান্ডা ও অন্ধকারের কবলে পড়েছে। খবর এএফপি ও বিবিসি অনলাইনের।
অপরদিকে তিনি বেসামরিক অবকাঠামোতে হামলার প্রবণতা শুরুর জন্য ইউক্রেনকে দায়ী করেন। এক্ষেত্রে তিনি রাশিয়ার মূল ভূখন্ড ও বর্ধিত ক্রিমিয়া উপদ্বীপের মধ্যে স্থাপিত একটি গুরুত্বপূর্ণ সেতুতে বিস্ফোরণের কথা উল্লেখ করেন। তিনি সম্প্রতি সেতুটি পরিদর্শন করেন। ক্রেমলিনে সামরিক এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন বলেন, ‘প্রতিবেশী একটি দেশের বিদ্যুৎ অবকাঠামোর ওপর আমাদের হামলার ব্যাপারে অনেক হৈচৈ শুরু হয়েছে। এটি আমাদের যুদ্ধ অভিযানে ছেদ ফেলবে না।’

 

×