ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

তেল বাণিজ্যই বিমান ধ্বংসের কারণ: পুতিন

প্রকাশিত: ১৯:০০, ১ ডিসেম্বর ২০১৫

তেল বাণিজ্যই বিমান ধ্বংসের কারণ: পুতিন

অনলাইন ডেস্ক ॥ আইএসের সঙ্গে তেল বাণিজ্য রক্ষার জন্যই তুরস্ক রুশ বিমানকে গুলি করে ভূপাতিত করেছে বলে মন্তব্য করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্যারিসে জলবায়ু সম্মেলনে অংশ নেয়া পুতিন সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, “সবদিক বিবেচনায় আমরা মনে করতে পারি, তুরস্ক তেল সরবরাহ ব্যবস্থা রক্ষার স্বার্থেই আমাদের বিমানকে ভূপাতিত করার সিদ্ধান্ত নেয়।” তিনি আরো বলেন, রাশিয়ার কাছে অনেক তথ্য রয়েছে যা প্রমাণ করছে, আইএসের তেল তুর্কি অঞ্চলেই পাচার হচ্ছে। আইএসের সঙ্গে কোনো সম্পর্কের কথা বরাবরই অস্বীকার করে আসছে তুরস্ক। ২৪ নভেম্বর সিরিয়ায় একটি রুশ বিমানকে তুর্কি যুদ্ধবিমানগুলো গুলি করে ভূপাতিত করে। ওই ঘটনায় একজন পাইলট নিহত হন। অপর পাইলট প্যারাসুটে করে মাটিতে নেমে আসার পর সিরীয় সেনাবাহিনীর অভিযানে তাকে উদ্ধার করা হয়। তখন থেকেই তুরস্ক দাবি করে আসছে, তুর্কি আকাশসীমা লঙ্ঘণ করায় বেশ কয়েকবার সতর্ক করার পর রুশ বিমানটিকে ভূপাতিত করা হয়েছে। অবশ্য আকাশসীমা লঙ্ঘণের স্থায়িত্ব ১৭ সেকেন্ডের বেশি ছিল না বলেও তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে। অপরদিকে, রাশিয়া দাবি করেছে, রুশ বোমারু বিমান তুর্কি আকাশসীমা লঙ্ঘণ করেনি এমন কী তুর্কি কর্তৃপক্ষ বিমানটি ভূপাতিত করার আগে কোনো সতর্কতাও জানায়নি। এ ঘটনাকে ‘পিঠে ছুরি মারা’ বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।
×