ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

ইরাকের পার্লামেন্টে এই বিলটি পাস হয়

সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ, পাস হলো বিল 

প্রকাশিত: ১৪:৫১, ২৮ এপ্রিল ২০২৪

সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ, পাস হলো বিল 

বিলের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো

ইরাকের পার্লামেন্টে সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে একটি বিল পাস হয়েছে। গতকাল শনিবার এই বিলটি পাস হয়। এদিকে এই বিলের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

নতুন এই বিল অনুযায়ী, ইরাকে সমকামিতায় অভিযুক্ত ব্যক্তির ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এ ছাড়া ট্রান্সজেন্ডারদেরও তিন বছরের কারাদণ্ড হতে পারে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইরাকে ১৯৮৮ সালের পতিতাবৃত্তি বিরোধী আইন সংশোধনের ওপর পার্লামেন্টে বিলটি আনা হয়। ৩২৯ সংসদ সদস্যের মধ্যে ১৭০ জনই নতুন বিলটির পক্ষে ছিলেন।

এর আগে সমকামিতাবিরোধী এক খসড়া আইন করে ইরাক। যেখানে সমকামিতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছিল। পরে এটিকে বিপজ্জনক আখ্যা দিয়ে প্রচারণা শুরু করে মানবাধিকার সংগঠনগুলো।

ইরাকে সমকামিতা নিষিদ্ধ, তবে আগে এর বিরুদ্ধে দেশটিতে কোনো নির্দিষ্ট আইন ছিল না।

ইরাকি গণমাধ্যমে সমকামিতা শব্দ ব্যবহার নিষিদ্ধইরাকি গণমাধ্যমে সমকামিতা শব্দ ব্যবহার নিষিদ্ধ
হিউম্যান রাইটস ওয়াচের ইরাকবিষয়ক গবেষক সারাহ সানবার বলেছেন, নতুন এই আইন একটি ভয়ঙ্কর বিষয়। এটি মানবাধিকারের ওপর আক্রমণ।

আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটার তথ্য অনুসারে, বিশ্বের ৬০টিরও বেশি দেশে সমকামিতা বিষয়টি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। অপরদিকে এটির বৈধতা দিয়েছে ১৩০টির বেশি দেশ।

এবি 

×