ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মদিনায় বন্ধ করা হলো ৫৯টি আবাসিক হোটেল

প্রকাশিত: ১৯:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

মদিনায় বন্ধ করা হলো ৫৯টি আবাসিক হোটেল

আবাসিক হোটেল।

মদিনায় পর্যটকদের সেবা প্রদানে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৫৯টি আবাসিক হোটেল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নিয়মিত পরিদর্শনের সময় এই হোটেলগুলোতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

সৌদি সংবাদমাধ্যম ওকাজে বলা হয়েছে, বন্ধ হওয়া হোটেলগুলো যদি তাদের ভুল সংশোধন না করে, তাহলে এগুলো বন্ধই থাকবে।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, লাইসেন্স ছাড়া কোনো হোটেল তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। যদি কেউ এই আইন ভঙ্গ করে তাহলে হোটেল বন্ধ কিংবা ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা অথবা উভয় সাজাই দেওয়া হতে পারে।

সম্প্রতি মদিনা শহরে আবাসিক হোটেলে পর্যটকদের কীভাবে সেবা প্রদান করা হয়- তা পরিদর্শনের উদ্যোগ নেয় দেশটির পর্যটন মন্ত্রণালয়। এতে ১ হাজার ২৫১টি হোটেলের নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

সূত্র: গালফ নিউজ। 

 

এম হাসান

×