ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৌদি সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

প্রকাশিত: ১১:১২, ৭ ডিসেম্বর ২০২২

সৌদি সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট, ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহেই তিন দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

প্রতিবেদনে বলা হয়, দেশটির রাজা ও ডি-ফ্যাক্টো নেতার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শি জিনপিংয়ের।

বুধবার (৭ ডিসেম্বর) তিন দিনের সফরে সৌদি পৌঁছাবেন শি জিনপিং। এটি করোনা মহামারির পর শি জিনপিংয়ের তৃতীয় বিদেশ সফর। একই সঙ্গে ২০১৬ সালের পর সৌদি আরব সফরে যাচ্ছেন তিনি।

এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় প্রেস এজেন্সি (এসপিএ) মঙ্গলবার (৬ ডিসেম্বর) জানায়, দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে এ সফর করছেন চীনের প্রেসিডেন্ট। দেশ দুটির নেতাদের বৈঠকে ২৯ দশমিক ২৬ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

এছাড়া  বুধবার (৭ ডিসেম্বর) সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে সফরের বিষয়টি নিশ্চিত করেছে। 

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×